রাওয়ালপিন্ডি, ০৯ ফেব্রুয়ারি- রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় এরই মধ্যে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তানের লিড ছাড়িয়ে গেছে ২০০ রানের গণ্ডি। তবু বল হাতে যা লড়াই করছেন তিন পেসার আবু জায়েদ রাহী, রুবেল হোসেন ও এবাদত হোসেন। এদের মধ্যে রাহীই এখনও পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল। পাকিস্তানি ব্যাটসম্যানদের দারুণ পরীক্ষা নিয়েছেন রাহী, সকালের সেশনের পূর্ণ ফায়দা নিতে পেরেছেন এ ডানহাতি পেসার। শনিবার দ্বিতীয় দিন ও রোববার তৃতীয় দিনের খেলার শুরুতেই আবিদ আলি ও বাবর আজমের উইকেট নিয়েছেন রাহী। এছাড়া শনিবার রাহীর শিকারে পরিণত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলিও। নিজদের ইনিংসের ২৩তম ওভারে স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন আজহার। যার সুবাদে বাংলাদেশের বোলিংয়ের শুরুটাও হয়েছিল আশা জাগানিয়া। কিন্তু এ উইকেটের উদযাপন করতে গিয়েই বিপাকে পড়েছেন ২৬ বছর বয়সী রাহী। আজহারের খুব কাছে গিয়ে উত্তেজিত ভঙ্গিতে সে উইকেটের উদযাপন করেন রাহী। যা কি না আজহারকে পাল্টা কোনো উত্তর দিতে প্রলুব্ধ করতে পারতো। আর এ কারণেই রাহীকে শাস্তি দিয়েছে আইসিসি। তবে শাস্তির মাত্রাটা খুব বেশি নয়। আনুষ্ঠানিক ভর্ৎসনার পাশাপাশি তাকে দেয়া হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট। ক্যারিয়ারে এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন রাহী। আগামী ২৪ মাসের মধ্যে আরও তিনটি ডিমেরিট পয়েন্ট পেলে ১ টেস্ট বা ২ ওয়ানডে বা ২ টি-টোয়েন্টির জন্য নিষিদ্ধ হতে হবে তাকে। আইসিসির কোড অফ কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৫ এর ধারা ভঙ্গ করেছেন রাহী। যেখানে বলা আছে, আন্তর্জাতিক কোন ম্যাচ চলাকালীন সময়ে কাউকে আউট করার পর, তার প্রতি এমন কোন ভাষার প্রয়োগ করা যাবে না, কোনরকম অ্যাকশন করা যাবে না যা তাকে আগ্রাসী কিছু করতে বাধ্য করতে পারে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37eRd3Q
February 09, 2020 at 11:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top