ঢাকা, ১৯ ফেব্রুয়ারি - বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় মোস্তফা সারয়ার ফারুকী নির্মাণ করেছেন শনিবার বিকেল সিনেমাটি। ছবিটির মুক্তি আটকে আছে। তবে বিশ্বের বিভিন্ন নামি ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে ও পুরস্কৃত হচ্ছে ছবিটি। গত বছরের মে মাসে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে। পেয়েছে দুটি ইন্ডিপেনডেন্ট জুরি পুরস্কারও। এরপর ছবিটি অংশ নিয়েছে সিডনি চলচ্চিত্র উৎসবে, এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ও হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এমনকি আজ বুধবার সকালে প্যারিসের ভেসুল উৎসবে অংশ নিয়ে দুটি পুরস্কার অর্জন করে শনিবার বিকেল কিংবা স্যাটারডে আফটারনুন সিনেমাটি। ফেসবুকে ফারুকী জানিয়েছেন, সেই খবর। এদিকে হলি আর্টিসান হামলার ঘটনা অবলম্বনে এই ছবি নির্মাণ করা হয়েছে বলে নির্মাতার বিরুদ্ধে অভিযোগ ওঠে অনেক আগেই। সেই পরিপ্রেক্ষিতেই এবার লিগ্যাল নোটিশ পেয়েছেন ছবিটির সঙ্গে সম্পৃক্তরা। হলি আর্টিসান হামলার ঘটনা নিয়ে কোনো চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র বা নাটক নির্মাণ না করতে ভারতীয় চলচ্চিত্রকার মহেশ ভাট ও বাংলাদেশের নির্মাতা মােস্তফা সরয়ার ফারুকীকে লিগ্যাল নােটিশ পাঠানো হয়েছে। ল ফার্ম লিগ্যাল কাউন্সিল এ নোটিশ পাঠিয়েছে। গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন লিগ্যাল কাউন্সিলর ব্যারিস্টার মিতি সানজানা এবং ব্যারিস্টার ওমর এইচ খান। তাদের প্রতিষ্ঠান অবিন্তা কবির ফাউন্ডেশনর পক্ষ থেকে এই নোটিশ দিয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীসহ শনিবার বিকেল সিনেমার বাংলাদেশি প্রযোজক জাজ মাল্টিমিডিয়া ও জার্মানের প্রযোজক টেন্ডেম প্রডাকশন ও ভারতের তিন চলচ্চিত্রকার মহেশ ভাট, অগ্নিদেব চ্যাটার্জি ও গুলপানাংকের কাছে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের জবাব দিয়েছেন কি না এ বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকীর কাছে জানতে চাওয়া হয়। ফারুকী বলেন, আমাদের আইনজীবী এই নোটিশের কাউন্টার নোটিশ পাঠাবে। এরই মধ্যে কাউন্টার লিগ্যাল নোটিশ প্রস্তুত করেছেন আমাদের আইনজীবী। শিগগিরই তাদের কাছে পৌঁছে যাবে এই নোটিশ। এর আগে গুলপানাং জবাব দিয়েছেন নোটিশ পেয়েই। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন যে, হোলি আর্টিসান নিয়ে কোনোরূপ নির্মাণ থেকে বিরত থাকবেন। আশা করছি বাকিরাও বিষয়টি বিবেচনা করবেন।॥ ব্যারিস্টার ওমর এইচ খান বলেন, যে ঘটনাটি ঘটেছে ২০১৬ সালে তা মর্মান্তিক। প্রিয়জন হারিয়েছেন যারা তাদের জন্য এটা অপূরণীয় ক্ষতি। তাদের বিরক্ত করে বা শুকাতে যাওয়া শোকের স্মৃতি মনে করিয়ে দেয়াটা অমানবিক। সেই সঙ্গে এ ঘটনা নিয়ে কোনো চলচ্চিত্র প্রকাশ হলে সেটি আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করবে। হলি আর্টিসানে হামলা নিয়ে কোনো রকম নির্মাণ না করার জন্য অনুরোধ করছি আমরা। উল্লেখ্য, শনিবার বিকেল চলচ্চিত্রে অভিনয় করেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ। দেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় ছবিটি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2P5gwiy
February 19, 2020 at 01:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top