কলম্বো, ২০ ফেব্রুয়ারি - গতবছরের শেষদিকে পাকিস্তান সফরের জন্য ঘোষিত ওয়ানডে স্কোয়াডে নিয়মিত দলের অন্তত ১০ ক্রিকেটারকে নিতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট দল। নিরাপত্তার কারণে সে সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো তারকা ক্রিকেটাররা। তবে এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নিজেদের সেরা খেলোয়াড়দের দলে ফিরিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। দিমুথ করুনারত্নের নেতৃত্বে শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছে নির্বাচকরা। ১৫ সদস্যের এ দলে সবচেয়ে বড় চমক বলা চলে উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলার ফেরা। যিনি গতবছরের মার্চের পর খেলেননি আর কোনো ওয়ানডে ম্যাচ। বাদ পড়েছিলেন বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজ থেকে। পরে নাম সরিয়ে নিয়েছিলেন পাকিস্তান সফর থেকে। তবে জ্বরের কারণে সিরিজের প্রথম ম্যাচ নাও খেলতে পারেন কিপার-ব্যাটসম্যান ডিকভেলা। তার অনুপস্থিতিতে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন কুশল পেরেরা। এদিকে শুধু ডিকভেলাই নয়, পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নেয়া কুশল পেরেরা, থিসারা পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসকেও দলে ফেরানো হয়েছে। আগামী শনিবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কলম্বোতে হবে সিরিজের প্রথম ম্যাচ। পরে হাম্বানটোটায় ২৬ ফেব্রুয়ারি ও পাল্লেকেলেতে ১ মার্চ হবে বাকি দুই ম্যাচ। এরপর আবার দুইটি কুড়ি ওভারের ম্যাচেও মুখোমুখি হবে দুই দল। ক্যারিবীয়দের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড দিমুথ করুনারত্নে, আভিশকা ফার্নান্দো, কুশল পেরেরা, শেহান জয়সুরিয়া, নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ এবং লাহিরু কুমারা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২০ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38K7akf
February 20, 2020 at 03:57AM
20 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top