মুম্বাই, ১৬ ফেব্রুয়ারি - এ বছর ভারতের গুয়াহাটিতে বসেছে ৬৫তম অ্যামাজন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এর আসর। সেই চাঁদের আসরে ভিকি কৌশল, রণবীর সিং, আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে বিদ্যা বালান- কে হাজির ছিলেন না। একনজরে দেখে নেওয়া যাক কারা জিতলেন বলিউডের সেরা শিরোপা: `গাল্লি বয়` মূল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর শিরোপা জিতে নিলেন আলিয়া ভাট সমালোচকদের বিচারে সেরা অভিনেতা: আয়ুষ্মান খুরানা তাঁর `আর্টিক্যাল ১৫` ছবির জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী: ভূমি পেডনেকার এবং তাপসী পান্নু `সান্ড কি আঁখ` ছবির জন্য। সেরা পরিচালক: জোয়া আখতার তাঁর `গাল্লি বয়` ছবির জন্য। সেরা জনপ্রিয় ছবি: গাল্লি বয় সেরা ছবি পুরস্কার: এ বছরের সেরা হিন্দি সিনেমার তকমা দিতে নিয়েছে জোয়া আখতারের পরিচালনায় `গাল্লি বয়`। সমালোচকদের বিচারে সেরা সিনেমা: সোনচিড়িয়া এবং আর্টিক্যাল ১৫ সেরা ছবি: গাল্লি বয় সেরা সংলাপ পুরস্কার: `গাল্লি বয়` ছবির জন্য বিজয় মৌর্য। সেরা অরিজিনাল স্টোরি অ্যাওয়ার্ড: `আর্টিক্যাল ১৫` ছবির জন্য অনুভব সিংহ এবং গৌরভ সোলাঙ্কি সেরা চিত্রনাট্য পুরস্কার: রীমা কাগতি এবং জোয়া আখতার-এর `গাল্লি বয়`। সহযোগী চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। এন এইচ, ১৬ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38yZW2j
February 16, 2020 at 03:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন