মুম্বাই, ২৯ ফেব্রুয়ারি-কথায় আছে- যা রটে, তার কিছু তো বটে। বলিউডের বাতাসে অনেক দিন ধরেই ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রেমের খবর উড়ছিল। সম্প্রতি তারা নিজেরাই গুজবের চারায় যত্ন করে পানি ঢাললেন, সারা দিলেন। সায় মিলল সত্যতার। ২০১৯ সালে দীপাবলির এক পার্টিতে প্রথমবার জনসমক্ষে হাত ধরে জুটি বেঁধে আসেন ভিকি ও ক্যাটরিনা। এর পর থেকে দুজনেই গোপনে ডুবে ডুবে জল খাচ্ছেন। তবে দু-একবার যে গণমাধ্যম আর পাপারাজ্জিদের কাছে নাস্তানাবুদ হতে হয়নি, তা নয়। একবার মাথায় হুডি লম্বা করে টেনে, সব রকম গোপনীয়তা আর সতর্কতা অবলম্বন করে ক্যাটের বান্দ্রার বাসায় গিয়েছিলেন ভিকি। কিন্তু প্রতিবেশীদের চোখকে ফাঁকি দিতে পারেননি। ভিকি-ক্যাটরিনা জানিয়েছেন সেই গোপন অভিসারের কথা। অবশ্য এ বিষয়ে প্রশ্ন করা হলে ভিকি বলেন, সাংবাদিক আর পাপারাজ্জিরা নিজেদের কাজ করবেন। এতে কোনো দোষ নেই। তবে এই মুহূর্তে বলার মতো কোনো গল্প নেই। কয়দিন আগে জি সিনে অ্যাওয়ার্ডের রেড কার্পেটে ক্যাটরিনাকে জিজ্ঞেস করা হয়- প্রেম করতে কেমন লাগছে? লাজুক হেসে তিনি বলেন, প্রেমের অনুভূতি বরাবরই চমৎকার! উত্তর শুনে ভিকিও হাসেন, একই জবাব দেন। এন কে / ২৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VtvgvL
February 29, 2020 at 07:22AM
29 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top