ঢাকা, ১৯ ফেব্রুয়ারি- সংবাদমাধ্যমের মতে, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন। এরইমধ্যে দুই দফায় পাকিস্তান সফর করে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিরাপদেই সফর শেষ কেরেছে তারা। আগামী এপ্রিলে সিরিজের তৃতীয় ও শেষ দফায় পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। পাকিস্তান সফরের আগে এমন বোমা হামলার খবর নিশ্চয়ই একটি চিন্তার বিষয়। তবে, সফরে যেতে যেহেতু এখনো প্রায় দেড় মাস সময় রয়েছে তাই এ বিষয়টি নিয়ে চিন্তা করছে না বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, প্রতি সিরিজের আগেই আইসিসি নিজেদের মতো নিরাপত্তা পর্যবেক্ষণ করে বোর্ডকে জানায়। তার উপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। সামনে আমাদের পাকিস্তান সফর হলো এপ্রিলে। হাতে সময় আছে। এর মধ্যে অনেক আলোচনা হবে। এপ্রিলে পাকিস্তান সফরে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ। আর ৫ এপ্রিল শুরু হবে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে করাচিতে। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/১৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/325TOMy
February 19, 2020 at 07:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top