পচেফস্ট্রম, ০৬ ফেব্রুয়ারি- এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল কোনটি? নিঃসন্দেহে সবাই একবাক্যে বলবেন ভারতের নাম। এশিয়ার ক্রিকেটে এক নম্বর দল ভারতই। তবে ভারতের সঙ্গে এতদিন বড় দল হিসেবে নাম ছিল পাকিস্তান, শ্রীলঙ্কার। বিশেষ করে ভারত-পাকিস্তান লড়াই বললেই আলাদা একটা রোমাঞ্চ অনুভব করতেন ক্রিকেটপ্রেমীরা। কালের আবর্তে সেই লড়াই আকর্ষণ হারিয়েছে। এখন এশিয়ায় সবচেয়ে রোমাঞ্চকর লড়াইটাই সম্ভবত বাংলাদেশ-ভারত। না, কোনো আন্দাজ অনুমানের কথা নয়। পরিসংখ্যানই বলছে, এশিয়ায় ভারতের সঙ্গে সাম্প্রতিক কয়েক বছরে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাংলাদেশেরই। সেটি বড়দের ক্রিকেটে হোক কিংবা ছোটদের। এই তো মাস কয়েক আগে, ২০১৯ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মাটিতে হয়ে গেল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। স্বাগতিক শ্রীলঙ্কাও সে টুর্নামেন্টে ফাইনালে উঠতে পারেনি, পারেনি ভারতের চিরপ্রতিদ্বন্দ্বি দল পাকিস্তান। বরং বাংলাদেশের যুবারা খেলেছে ফাইনালে। সেখানে একটুর জন্য শিরোপা ছোঁয়া হয়নি। ফাইনালে ভারতকে মাত্র ১০৬ রানে গুটিয়ে দিয়েছিল যুবারা। কিন্তু জবাবে ১০১ রানেই আটকে যায় তারা। শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ম্যাচটি তারা হেরে যায় ৫ রানে। এবার আবারও সামনে সেই ভারত, আরও বড় মঞ্চে। আজ (বৃহস্পতিবার) পচেফস্ট্রমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ, যেখানে আগেভাগেই দাঁড়িয়ে আছে ভারত। রোববার পচেফস্ট্রমে টুর্নামেন্টের ফাইনাল। এবার কি ভারত-জুজু কাটবে? প্রথমবারের মতো ফাইনালে তো নাম লেখানো হলো। প্রথমবারের মতো শিরোপাও কি হাতে উঠবে? আকবর আলীরা মাঠে যেমন পরিণত ক্রিকেট খেলছেন, তাতে সে স্বপ্ন দেখাই যায়! সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38gSusk
February 06, 2020 at 07:03PM
07 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top