ইসলামাবাদ, ০৪ ফেব্রুয়ারি- আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান বাবর আজম। ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে চূড়ায় আছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করায় এ স্থান অক্ষত রয়েছে তার। গেল সোমবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের টপঅর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ভালো করায় ক্যারিয়ারসেরা র্যাংকিংয়ে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৮২৩। র্যাংকিংয়ের তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। তার রেটিং পয়েন্ট ৮১০। চতুর্থ স্থান দখল করেছেন হার্ডহিটার ব্যাটসম্যান কলিন মানরো। নিউজিল্যান্ড ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৭৮৫। আর পঞ্চম স্থান অধিকার করেছেন ইংল্যান্ডের ডেভিড মালান। তার রেটিং পয়েন্ট ৭৮২। আর/০৮:১৪/০৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OpMhTe
February 04, 2020 at 09:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top