সিলেট, ১৪ ফেব্রুয়ারি - বাংলাদেশ প্রিমিয়ার লিগ যাত্রাটা ভালো হলো না শেখ রাসেল ক্রীড়া চক্রের। (বৃহস্পতিবার) হোমভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই হারা পয়েন্ট খুইয়েছে। ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করে শুরুতেই হোঁচট খেলো সাবেক চ্যাম্পিয়নরা। গত মৌসুমে ঘরের মাঠে দূর্বার ছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পুরো লিগে যে একটি ম্যাচ হেরেছে সেটি এই সিলেটে রাসেলের বিরুদ্ধে। অথচ এবার সেই হোমভেন্যুতে রাসেল দুই পয়েন্ট নষ্ট করলো সূচনা ম্যাচে। সাইফুল বারী টিটুর দল ম্যাচটি শুরু করেছিল দুর্দান্তভাবেই। খেলা শুরুর ৩ মিনিটের মধ্যেই রাফায়েলের গোলে এগিয়ে গিয়েছিল তারা। প্রথমার্ধ ওই ১ গোলে এগিয়ে শেষ করলেও দ্বিতীয়ার্ধে গিয়ে তা আর ধরে রাখতে পারেনি। ৫৯ মিনিটে কিরগিজস্তানের ওতাবেক গোল করে পয়েন্ট এনে দেন ব্রাদার্সকে। প্রিমিয়ার লিগের সিলেটপর্ব উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন বাফুফের দুই সদস্যা মাহিউদ্দিন আহমেদ সেলিম ও শওকত আলী খান জাহাঙ্গীর। খেলা শুরুর আগে তারা উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়েছেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tS0Fwm
February 14, 2020 at 02:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top