মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি - বলিউড অভিনেতা সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান। ২০০৪ সালে ছাড়াছাড়ি হয়েছে বাবা-মার। সারা থাকেন মায়ের কাছেই। মায়ের আদর যত্নেই বড় হচ্ছেন। সদ্যই মুক্তি পেয়েছে সারা ও কার্তিক অভিনীত লাভ আজ কাল। দর্শকের মনে প্রথম কয়েকদিনে তেমন জায়গা করে নিতে পারেনি ছবিটি। বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত আগের লাভ আজ কাল ছবিকেই তুলনামূলক ভালো বলছেন অনেকে। তারপরও সারা ও কার্তিক মন দিয়ে করেছেন কাজ। তাই সারার মন ফুরফুরে। সারা তার মায়ের সঙ্গেই থাকেন। দুই ছেলেমেয়েকে যত্নে বড় করেছেন মা অমৃতা। তবে মায়ের মতোই হতে চান সারা। আর সে জন্যই মায়ের মতো সেজে ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, যেমন মা, তেমন মেয়ে। ইতোমধ্যেই ১১ লাখ লাইক ছাড়িয়েছে এই ছবি। অভিনেত্রী সারা আলি খান ১৯৯৫ সালের ১২ আগস্ট মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে তিনি পতৌদি পরিবারের সদস্য এবং মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের নাতনি। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০১৮ সালে, সারা রোমান্টিক চলচ্চিত্র কেদারনাথে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। View this post on Instagram Like mother, like daughter 👩👧👩❤️👩👯♀️ A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on Feb 16, 2020 at 7:54am PST এন এইচ, ১৮ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37CYElI
February 18, 2020 at 03:41AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন