ঢাকা, ২৮ ফেব্রুয়ারি - আর মাত্র ৭২ ঘণ্টা, এরপর সিলেটে শুরু হবে বাংলাদেশ আর জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ। ১ মার্চ দুপুর ২টায় সুফী সাধক হযরত শাহজালাল ও শাহ পরান (রঃ)- এর পূণ্যভুমি সিলেটের লাক্কাতুরা চা বাগানের অনুপম সৌন্দর্য্যে ঘেরা স্টেডিয়ামে জিম্বাবুইয়ানদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার টিম বাংলাদেশ। কোটি বাংলাদেশ ভক্ত ও সমর্থকের কৌতুহলি দৃষ্টি এখন সিলেটে। অগণিত ক্রিকেট অনুরাগি উন্মুখ সেই তিন ম্যাচের সিরিজ উপভোগ করতে। যে দলে একজন বিশ্বমানের পারফরমারও নেই, সেই জিম্বাবুয়ের সাথে টাইগারদের ম্যাচ দেখতে এত উৎসাহ আর আগ্রহ কেন সবার? ভাবছেন একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তা একটু হলো বৈকি। তবে জানিয়ে রাখা ভাল, আসলে ওই দর্শক, ভক্ত ও অনুরাগীদের সে উৎসাহ-উদ্দীপনা যতটা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে, তারচেয়ে বেশি অধিনায়ক মাশরাফিকে নিয়ে। বলার অপেক্ষা রাখে না- বিশ্বকাপের পর এই প্রথম মাঠে নামবেন মাশরাফি। বিশ্বকাপে নিজেকে খুঁজে না পাওয়া নড়াইল এক্সপ্রেস কেমন করবেন এবার? এটা কি সত্যি-সত্যিই তার অধিনায়ক ক্যারিয়ারের শেষ সিরিজ কি না? যদি তাই হয়, তাহলে- ওয়ানডে অধিনায়ক মাশরাফির বিদায়টা কেমন হবে? তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষমান বাংলাদেশের কোটি ক্রিকেট অনুরাগি। তবে এই সিরিজ মাশরাফির সম্ভাব্য ক্যাপ্টেন্সির শেষ সিরিজের পাশাপাশি এ মুহূর্তে দেশের ক্রিকেট ভক্ত ও অনুরাগিরা আরও একটি বিষয় নিয়ে উৎসাহী। ভেতরে-ভেতরে ক্রিকেট অনুরাগীদের চিন্তা-ভাবনার আরও একটি বড় খোরাক আছে। বাংলাদেশ আর জিম্বাবুয়ে সিরিজ যখন চলতে থাকবে, তার ঠিক মাঝামাঝি শুরু হবে ঢাকার ক্লাব ক্রিকেটের দলবদলও। ৩ মার্চ সিলেটে দ্বিতীয় ওয়ানডে। একই দিন শুরু হবে তিনদিন ব্যাপি জমজমাট ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল। চলবে ৫ মার্চ পর্যন্ত। তখন তো সিলেটে জাতীয় দল ব্যস্ত থাকবে জিম্বাবুয়ের সাথে সিরিজ নিয়ে। ১৬ জন জাতীয় ক্রিকেটার তখন থাকবে সিলেটে। তারা কিভাবে দল বদলে অংশ নেবেন? এমন প্রশ্ন হয়তো উঠছে। তবে এর উত্তর আগেই জানা। যেসব ক্রিকেটার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলে থাকবেন, তাদের দলবদল বিশেষ ব্যবস্থায় সিলেটেই হবে। তার মানে, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ চলাকালীন সময়ই দল পাল্টানোর কার্যক্রমে অংশ নেবেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দীন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও সৌম্য সরকার। এখন প্রশ্ন হলো, ওই সব তারকা এবং অন্যান্য নামী-দামি ক্রিকেটারদের কে কোথায় নাম লেখাবেন এবার? কোন ক্রিকেটারের নতুন ঠিকানা কি? তা জানতেও ক্রিকেট অনুরাগিদের কৌতুহলের শেষ নেই। যেহেতু আইসিসির সাসপেন্সনের খাঁড়ায় পড়ে সাকিব বাইরে, তাই সবার আগে কৌতুহলি প্রশ্ন, আচ্ছা পঞ্চ পান্ডবের বাকি চারজন মাশরাফি, তামিম, মুশফিক ও রিয়াদ কে কোথায় খেলবেন? সেই কৌতুহলি প্রশ্নকর্তাদের জন্য খবর, দল বদল কার্যক্রম শুরুর এখনো পাঁচদিন বাকি থাকলেও ভেতরে ভেতরে দলগুলোর ঘর গোছানোর কাজ শেষ। তাই শীর্ষ চার তারকার কে কোন দলে যাচ্ছেন, তাও নিশ্চিত হয়ে গেছে ইতোমধ্যে। প্রথম খবর, গত দুতিন মৌসুম আবাহনীতে কাটানো মাশরাফি বিন মর্তুজার এবার ঘর বদল হচ্ছে। মাশরাফির নতুন ঠিকানা শেখ জামাল ধানমন্ডি ক্রীড়া চক্র ক্লাব। অন্যদিকে আরেক শীর্ষ তারকা মুশফিকুর রহীম আসছেন আবাহনীতে। মুশফিকের সাথে আবাহনীর কথা-বার্তা চূড়ান্ত হয়েছে এক মাসেরও বেশি সময় আগে। এর বাইরে তামিম ইকবাল খেলবেন প্রাইম ব্যাংকে। দেশসেরা ওপেনারের সাথে প্রাইম ব্যাংকের রফা হয়ে গেছে। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ যোগ দিচ্ছেন গাজী গ্রুপে। মাশরাফিকে না রাখলেও আবাহনীতে এবার সর্বাধিক তারার সমাগম ঘটছে। কে নেই ধানমন্ডির দলটিতে? জাতীয় দলের টপ ও মিডল অর্ডারে তামিম, মুশফিক আর রিয়াদ ছাড়া বাকি ক্যাটসম্যানদের বড় অংশই এবার আবাহনীতে। লিটন দাস, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দীন, তাইজুল ইসলাম আর আমিনুল ইসলাম বিপ্লব- সবাই এবার আকাশী-হলুদ জার্সি গায়ে চড়াতে যাচ্ছেন। আবাহনীর কোচ হিসেবে বিগত দিনে কাজ করা এবং আগের বছর আবাহনীকে লিগ ট্রফি উপহার দেয়া খালেদ মাহমুদ সুজন বৃহস্পতিবার ক্রিকেটারদের নাম উল্লেখ করে জানান, মুশফিক, নাইম শেখ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দীন ও তাইজুল ইসলাম- আবাহনীর হয়ে খেলতে যাচ্ছেন। সাথে পেসার শহিদুল, মেহেদি হাসান রানা ও বাঁ-হাতি স্পিনার আরাফাত সানিও এবার আবাহনীতে। আমাদের সাথে ওইসব ক্রিকেটারের কথা-বার্তা চূড়ান্ত। এখন শুধু তাদের অনুষ্ঠানিকভাবে সই করানোটা বাকি। বলার অপেক্ষা রাখে না, ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারের প্রায় অর্ধেকই আবাহনীতে। তাদের দলবদল কার্যক্রম ত্বরান্বিত করতে সুজন নিজে সিলেট যাবেন বলেও জানিয়েছেন। আবাহনী ছাড়া দ্বিতীয় সর্বাধিক তারকা ক্রিকেটারের ছড়াছড়ি প্রাইম ব্যাংকে। তামিম ইকবালের সাথে এনামুল হক বিজয়, রনি তালুকদার, রাকিবুল হাসান, মোহাম্মদ মিঠুন, অলক কাপালি, নাহিদুল হক, নাঈম হাসান, নাজমুল অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, অমিত মজুমদার, শরিফুল (পেসার), দেলোয়ার, মনির ও রুবেল মিয়া খেলবেন প্রাইম ব্যাংকে। দলটির কোচ সারোয়ার ইমরান ওপরের খেলোয়াড় তালিকা দিয়ে বলেন, আমরা চেষ্টা করছি এবার একটি ভাল ও শক্তিশালি দল সাজাতে। ওদিকে গাজী গ্রুপ, শেখ জামালও শক্তিশালী দল গড়তে যাচ্ছে। এর মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে মুমিনুল হক, সৌম্য সরকারসহ একঝাঁক প্রতিষ্ঠিত ক্রিকেটার এবার গাজী গ্রুপের হয়ে খেলবেন। অন্যদিকে দেশসেরা অধিনায়ক ও ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজাসহ নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান ও সোহরাওয়ার্দী শুভর এবারের ঠিকানা শেখ জামাল ধানমন্ডি ক্রীড়াচক্র ক্লাব। এছাড়া খেলাঘর সমাজ কল্যাণ পরিষদ, সাইনপুকুর ও নবাগত ওল্ড ডিওএইচএসও ভাল দল গড়ার কাজে অনেকদুর এগিয়ে গেছে। জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও সাবেক জাতীয় ক্রিকেটার জহুরুল ইসলাম অমির খেলাঘরের হয়ে খেলা মোটামুটি নিশ্চিত। সে তুলনায় মোহামেডান পিছিয়ে অনেকটাই। বর্তমান জাতীয় দলের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোন ক্রিকেটারের মোহামেডানে থাকার সম্ভাবনা খুব কম। তবে সাবেক জাতীয় ক্রিরকটারের তকমা গায়ে আঁটা শামসুর রহমান শুভ, আব্দুর রাজ্জাক আর শুভাগত হোমকে মোহামেডানে দেখা যেতে পারে। এছাড়া তরুণ মারকুটে ওপেনার ইরফান শুক্কুরও হয়ত থেকে যাবেন সাদা কালো শিবিরে। ওপরে যা বলা হলো, এর বাইরে আর নতুন কোন চমকের সুযোগ ও সম্ভাবনা খুব কম। কারণ শীর্ষ তারকারা যেহেতু জাতীয় দলের হয়ে প্রথমে টেস্ট আর পরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলায় ব্যস্ত থাকবেন- তাই তাদের দলে ভেড়ানোর সব বন্দোবস্ত পাকা। বেশিরভাগের হাতে মোটা অংকের অগ্রিম অর্থও চলে গেছে। এখন শুধু ৩ থেকে ৫ মার্চ দলবদলের অনুষ্ঠানিকতা বাকি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/397d5Qv
February 28, 2020 at 02:29AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.