ঢাকা, ১৮ ফেব্রুয়ারি - বল হাতে যেন প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন তরুণ অফস্পিনার নাইম হাসান। ৫ উইকেট পাওয়াকে একদম মুড়িমুড়কি বানিয়ে ফেলেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) টানা তৃতীয় ইনিংসে ঘূর্ণি জাদু দেখালেন ইস্ট জোনের এই স্পিনার। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের দ্বিতীয় রাউন্ডে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছিলেন নাইম। এর মধ্যে দ্বিতীয় ইনিংসেই নেন ৬ উইকেট। তার এমন বোলিংয়ে সেন্ট্রাল জোনকে এক ইনিংস ও ৯ রানে হারিয়ে দেয় ইস্ট জোন। তৃতীয় রাউন্ডে এসে আরও ভয়ংকর চেহারায় হাজির নাইম। কক্সবাজারে নর্থ জোনের বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসে ১০৭ রান খরচায় ৮ উইকেট শিকার করেন ১৯ বছর বয়সী এই অফস্পিনার। দ্বিতীয় ইনিংসেও (টানা তিন ইনিংস) পূরণ করলেন ৫ উইকেটের কোটা। এবার ৯৮ রান খরচায় তিনি নিয়েছেন ৫ উইকেট। ম্যাচের চতুর্থ দিনে তার ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে ২৬৯ রানে অলআউট হয়েছে নর্থ জোন। নর্থ জোনের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহীম প্রথম ইনিংসে ১৪০ করার পর দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে থেমেছেন ৩৮ রানে। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৪৪, জুনায়েদ সিদ্দিকী ৩৬ আর অধিনায়ক নাঈম ইসলাম করেন ৩৫ রান। সুবিধা করতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন আর আরিফুল হক। আরিফুল ৯ আর সাইফউদ্দিন ৪ রানে সাজঘরে ফেরেন। চতুর্থ ও শেষ দিনে বাকি আছে ৩৭ ওভারের মতো। ইস্ট জোনের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২১১ রানের। অতিনাটকীয় কিছু না হলে সম্ভাব্য ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচটি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৮ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37xJCNX
February 18, 2020 at 02:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন