নয়াদিল্লী, ২৭ ফেব্রুয়ারি - ভারতে চলতি অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট ওয়ানডে টুর্নামেন্টে এক ম্যাচে ১০ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছেন চন্ডিগড়ের ১৬ বছর বয়সী কিশোরী কাশভি গৌতম। কাড়াপায় হওয়া ম্যাচে অন্ধ্র প্রদেশের বিপক্ষে মাত্র ১২ রান খরচায় ১০ উইকেট নিয়েছেন ডানহাতি এ মিডিয়াম পেসার। মূলত নারী ক্রিকেটার হলেও কাশভি সবসময় ছেলেদের বিপক্ষে খেলতে এবং তাদের আউট করেই মজা পান বেশি। এমনকি সরকারি মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের ক্রিকেট একাডেমিতেও মেয়েদের বোলিং করতে পছন্দ করেন না কাশভি। সবসময় ছেলেদের আউট করেই বেশি মজা পান তিনি। নিজের ১০ উইকেট নেয়ার কীর্তির দিনে কাশভি বলেন, আপনি যদি কখনও ছেলেদের উইকেট নিতে পারেন, তাহলে এটা তাদের মুখ চিরতরে বন্ধ করে দেয়। এমনটা হলে তারা আর কখনওই আপনাকে কটু কথা বলবে না অথবা বাজে মন্তব্য করবে না। কখনও বলতে পারবে না যে, ক্রিকেট খেলাটা মেয়েদের জন্য নয়। অনুশীলন ম্যাচগুলোতে আমি তাদের মাটিতে মিশিয়ে দিতে পছন্দ করি। মঙ্গলবার অন্ধ্র প্রদেশের বিপক্ষে ১০ উইকেট নেয়ার আগের ম্যাচেই জম্মু এবং কাশ্মিরের বিপক্ষে নিয়েছিলেন ৭ উইকেট। অর্থাৎ দুই ম্যাচেই ১৭ উইকেট হয়ে গেছে ১৬ বছর বয়সী কাশভির। শুধু তাই নয়, এ বয়সেই তিনি অধিনায়কত্বও করছেন চন্ডিগড় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলেরও। কাশভির অবিস্মরণীয় কীর্তি গড়ার দিনে তার দল চন্ডিগড় জয় পেয়েছে ১৬১ রানের বড় ব্যবধানে। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৬ রান করে চন্ডিগড়। অধিনায়ক কাশভি গৌতম খেলেন ৬৮ বলে ৪৯ রানের ইনিংস। জবাবে অন্ধ্র প্রদেশ থামে মাত্র ২৫ রানে। বল হাতে ইনিংসের প্রথম ওভার থেকে বোলিং শুরু করেন কাশভি। মাত্র ৪.৫ ওভারে এক মেইডেনের সহায়তায় ১২ রান খরচায় নেন পুরো ১০টি উইকেট। এর মধ্যে ছয়টিই ছিলো লেগ বিফোর। আর বাকি চার ব্যাটসম্যানকে করেন সরাসরি বোল্ড। অর্থাৎ অন্ধ্র প্রদেশকে অলআউট করতে কোনো ফিল্ডারেরও সহায়তা নেননি কাশভি। হুট করেই ১০ উইকেট নেয়ার খবরে আলোচিত হলেও, লম্বা সময় ধরেই দুর্দান্ত ফর্মে রয়েছেন কাশভি। চলতি মৌসুমে চন্ডিগড়ের হয়ে এরই মধ্যে ৬৩ উইকেট শিকার করে ফেলেছেন তিনি। এর মধ্যে আবার অনূর্ধ্ব-২৩ ওয়ানডে ট্রফির ৯ ম্যাচে চারবার ৫ উইকেটসহ মোট ৩১টি উইকেট নিয়েছেন কাশভি। কাশভি গৌতমের দশ উইকেট নেয়ার ভিডিও Hat-trick ✅10 wickets in a one-day game ✅49 runs with the bat ✅Leading from the front ✅4.5-1-12-10! 👌👌Kashvee Gautam stars as Chandigarh beat Arunachal Pradesh in the @paytm Women’s Under 19 One Day Trophy. 👏👏 #U19Oneday Scorecard 👉👉 https://t.co/X8jDMMh5PS pic.twitter.com/GWUW9uUgtF BCCI Women (@BCCIWomen) February 25, 2020 সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৭ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2w6N8lq
February 27, 2020 at 03:01AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.