ঢাকা, ২১ ফেব্রুয়ারি - তরফদার মো. রুহুল আমিন বাফুফে সভাপতি পদে নিবর্বাচন করবেন না আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পর ধারণা করা হয়েছিল আগামী এপ্রিলে কাজী মো. সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেন। কিন্তু সেই ধারনা ভুল প্রমাণ করে বর্তমান সহসভাপতি বাদল রায় সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। (বৃহস্পতিবার) মোহামেডান স্পোর্টিং ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষনা দিয়েছেন এ সাবেক তারকা ফুটবলার। তিনি বলেছেন, কেউ যদি সভাপতি পদে না দাঁড়ান, তাহলে আমিই দাড়াবো। আকস্মিক আহ্বান করা সংবাদ সম্মেলনে বাদল রায় বলেন, আমি নতুন জীবন নিয়ে এসেছি। এ অবস্থায় ফুটবলের উন্নয়নে কাজ করার চেষ্টা করি। ভাল খারাপ- সব সময়ই থাকি। সাফ ফুটবলে তার প্রমাণও আছে। প্রতিবাদ করতেই আমার জন্ম। ফুটবলের খারাপ কিছু আমার সহ্য হয় না। কী পেলাম? কাজে ফিরতে চাইলাম। ৩৮০ উপজেলায় হান্টিং করলাম। পরিকল্পনা নিলাম। বহুবার বসতে বলেছি সালাউদ্দিন ভাইকে। একাডেমি আমার প্রস্তাব ছিল। তৈরিও করেছিলাম। দুঃখ লাগে, সেটা হারালাম। সিলেটে অ-১৬ দল চ্যাম্পিয়ন হলো। সবাই পরে হারিয়ে গেল। কাজী সালাউদ্দিনের সাংগঠনিক দক্ষতা একেবারেই নেই। তিনি শুধু চেয়ারটা উপভোগ করছেন। বাদল রায় বলেন, তরফদার সাহেব আসলেন। তিনি শেখ কামালকে স্মরণ করলেন, টুর্নামেন্ট করলাম। সালাউদ্দিন সাহেবকে কখনও শেখ কামালের নাম নিতে শুনিনি। উনি নাকি কামালের বন্ধু। তরফদারকে সমর্থন করি এই কারণে যে, তিনি এগিয়ে এসেছেন, অর্থ দিলেন, তাকেই তো সমর্থন করবো। নাকি যিনি ধ্বংস করেছেন তাকে করবো? তরফদারের সিদ্ধান্তে আমি প্রস্তুত ছিলাম না। ফুটবল তো মরে গেছে, কবর দেওয়া বাকি। তিনি বসিয়ে দিলেন তরফদারকে। চাপ তো আমিও দিতে পারি। আমি এখনও ফিট কাজের জন্য। চেয়েছি কাজ করতে, পারিনি। মেয়েদের মাঠে আনতে শেখ হাসিনার ভূমিকা অনবদ্য, বলতেই হবে। কিন্তু বাহবা নিতে দেরি করেন না সালাউদ্দিন। ফুটবলের সংকট চলছে, সবাই বলছে আমাকে সামনে আসতে। ফুটবল ছাড়া সব জায়গাতেই শেখ হাসিনা সফল। সালাউদ্দিন সাহেব চাপ দিয়ে তরফদারকে সরিয়েছেন। তিন ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন করলেন। এটা দুঃখজনক। মহিকে (মহিউদ্দিন মহি) যেভাবে বলেছেন, এটাতে পরিস্কার, তার টার্গেটটা কী? বাদল রায় আরও বলেছেন, ওনাকে সময় দেওয়া যাবে না। সবার মতো আমিও চাই নতুন নেতৃত্ব আসুক। আসুন সবাই মিলে একজনকে নিয়ে আসি। আশা করি, কেউ না কেউ দাঁড়াবে। সভাপতি পদে নতুন কেউ প্রার্থী না হলে আমি নিজেই প্রার্থী হবো। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HDNIto
February 21, 2020 at 03:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top