ঢাকা, ২০ ফেব্রুয়ারি - মাঝে কিছু দিনের বিরতি। সেভাবে তাকে মাঠেও দেখা যায়নি। তবে গত কয়েকদিন ধরে ঠিকই শেরে বাংলায় দেখা মিলছে মাশরাফি বিন মর্তুজার। সকাল সকাল এসে জিম করছেন। একাডেমি মাঠে বোলিংও করছেন। কিন্তু তারপরও জিম্বাবুয়ের বিপক্ষে তার ওয়ানডে সিরিজ খেলা নিয়ে ছিল সংশয়। কারণ তিনি নিজেও বলেননি, আমি খেলার জন্য তৈরি। আমি খেলতে চাই, খেলবো। আবার বোর্ড, টিম ম্যনেজমেন্ট আর নির্বাচকরাও আগ বাড়িয়ে বলেননি, মাশরাফি তো অটেমেটিক চয়েজ। সে খেলবেই। এ দুয়ের দোলাচালে পড়েছিল অধিনায়ক মাশরাফির খেলা না খেলা; কিন্তু অবশেষে কেটে গেছে সে অনিশ্চয়তার মেঘ। বিকেলেই বিসিবি বিগবস নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন, মাশরাফি জিম্বাবুয়ের সাথে ওয়ানডে সিরিজ খেলবে এবং অধিনায়কত্ব করবে। বিসিবি প্রধান আরও জানিয়েছেন জিম্বাবুয়ের সাথে সিরিজটিই হবে অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ। তারপর আগামীতে নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা। তারমানে সিলেট স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৬ মার্চ যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, তা দিয়েই ইতি ঘটবে অধিনায়ক মাশরাফির ক্যারিয়ার। অর্থাৎ আগামী ৬ মার্চ শেষ হবে অধিনায়ক মাশরাফির বর্ণাঢ্য ও সফল ক্যারিয়ার। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, অধিনায়ক মাশরাফি উপাখ্যানের যদি ৬ মার্চ ইতি ঘটে, তাহলে ক্রিকেটার, পেসার মাশরাফির কি হবে? দেশের সব সময়ের অন্যতম সেরা মিডিয়াম পেসার ও সীমিত ওভারের ফরম্যাটে এখন পর্যন্ত সর্বাধিক উইকেট শিকারী মাশরাফি কি তারপরও খেলা চালিয়ে যাবেন? মাশরাফি নিজে এখন পর্যন্ত সে বিষয়টি পরিষ্কার করেনননি। বিপিএলের সময় একাধিক জনাকীর্ন সংবাদ সন্মেলনে বারবার বলেছেন, তিনি ক্রিকেট চালিয়ে যাবেন। কারণ ক্রিকেট তার ভালবাসা। ধ্যান-জ্ঞান। তবে জাতীয় দলের হয়ে আর কতদিন খেলবেন, তা কখনোই পরিষ্কার করে বলেননি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সফলতম অধিনায়ক। হয়তো এ সিরিজ শেষেই মিলবে সেই কোটি টাকা মূল্যের প্রশ্নের উত্তর। হয়ত ৬ মার্চ সিলেটে শেষ ম্যাচের পর মাশরাফিই নিজেই ভবিষ্যত ঘোষণা করে দেবেন। সেদিনই হয়তো জানা যাবে ক্রিকেটার, পেসার মাশরাফির ক্যারিয়ারের ভবিষ্যত কি? এ কৌতুহলি প্রশ্ন এখন সবার মুখে মুখে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথা শুনে মনে হলো, মাশরাফি যদি শুধু ক্রিকেটার হিসেবে খেলতে আগ্রহী হন, তাহলে বোর্ড তার ব্যাপারে ইতিবাচক থাকবে? বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কথা, মাশরাফি যদি খেলা চালিয়ে যেতে চান আর তার ফিটনেস লেভেল যদি ঠিক থাকে- তাহলে কোন সমস্যা নেই। এ প্রসঙ্গে বিসিবি সভাপতির ব্যাখ্যা এমন, এটা খেলোয়াড়ের উপর নির্ভর করে। আমরা দেখেছি নামিদামি খেলোয়াড়রা পরিকল্পনা করেই বলে দেয়, এটা আমার শেষ সিরিজ। আমাদেরও ইচ্ছে ছিলো, ও যদি এমন সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা ঘটা করে তাকে বিদায় জানাবো। আমরা কেবল অধিনায়কত্ব নিয়ে ভাবছি। আমরা যদি অন্য কাউকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে দেই, তারপর সে যদি নিজের পারফরম্যান্সে দলে ঢুকতে পারে, ঢুকবে। এটাতো কারো জন্য বাধা নয়। অধিনায়কত্বের ব্যাপারটিতে কিছুদিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিবো। মাশরাফি যদি ক্যাপ্টেন্সি ছেড়ে শুধু খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যেতে চান, তাহলে কি হবে? সে ক্ষেত্রে বোর্ডের ইচ্ছে ও সিদ্ধান্ত কি হবে? তখন নাজমুল হাসান পাপন বলেন, ও (মাশরাফি) যদি খেলতে চায়, খেলতে পারে। তবে সেক্ষেত্রে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হবার প্রয়োজনীয়তার কথাও বলেন পাপন, আগে তো বিপ টেস্ট পাশের কোন ব্যাপার ছিলো না। এখন তো এটা পাশ করতে হয়। প্রথম কথা, মাশরাফিকে বিপ টেস্টে পাশ করতে হবে। হয়তো ওর জন্য কিছুটা কনসিডার করা হবে। অধিনায়ক মাশরাফি এখনো অতুলনীয়। তার বিকল্প নেই। একথা জানিয়ে তার প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে বিসিবি সভাপতি বলেন, আমি সব সময়ই বলে আসছি, ক্রিকেটার-পারফরমার সাকিবের বিকল্প খেলোয়াড় আমাদের নেই, আবার মাশরাফির মতো অধিনায়ক এই মুহূর্তে আমাদের কাছে নেই। দেশের ক্রিকেটে মাশরাফির অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে বিসিবি সভাপতি বলেন, মাশরাফির অবদানকে অস্বীকার করা যাবে না। তার নেতৃত্ব ছিলো অসাধারণ। সঙ্গে আরও যোগ করেন, বাংলাদেশের ক্রিকেটের উত্তরণেও মাশরাফির ক্যাপ্টেন্সির গুরুত্ব ও ভূমিকা অপরিসীম। অধিনায়ক মাশরাফির প্রশংসা করলেও পাপন ক্রিকেটার মাশরাফির অবসরের বিষয়টা তার ওপর ছেড়ে দিয়েছেন। তিনি বোঝানোর চেষ্টা করেন, অবসরের সিদ্ধান্তটি একান্তই মাশরাফির। সেখানে বোর্ড কোনোরকম হস্তক্ষেপ করবে না। পাপন বলেন, মাশরাফিকে মনে রাখতে ও আর কতদিন খেলবে? সে সিদ্ধান্তটি ওর এবং একটা সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২০ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38JhmcK
February 20, 2020 at 02:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top