মুম্বাই, ১৪ ফেব্রুয়ারি - আবারও আলোচনায় বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এবার অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের মেয়ে খাতিজার বোরকা পরা নিয়ে মন্তব্য করায় তিনি সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি এক টুইট বার্তায় তসলিমা নাসরিন বলেন, আমি এ আর রহমানের গান পছন্দ করি। কিন্তু যখনই তার মেয়েকে দেখি, আমার দম বন্ধ হয়ে আসে। একটি শিক্ষিত পরিবারের মেয়ের চিন্তাধারাও কীভাবে মগজধোলাই করে বদলে ফেলা হয়, তা ভাবতেও অবাক লাগে! এ আর রহমানের মেয়েকে নিয়ে তসলিমার এই টুইট প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন তিনি। পাল্টা সমালোচনা করে তার নিজস্ব চিন্তাধারা এবং মতাদর্শ নিজের কাছে রাখতে তসলিমাকে পরামর্শ দিয়েছেন নেটিজেনদের একাংশ। কেউ আবার তাকে সতর্কবাণী দিয়ে বলেছেন, নিজের চরকায় তেল দিন। অনেকে তসলিমার সমর্থনে মুখ খুলেছেন। তাদের কথায়, মেয়ের বোরকা পরার জন্য রহমানই দায়ী। এদিকে মেয়ের বোরকা পরা নিয়ে এ আর রহমানের ধর্মান্তকরণের প্রসঙ্গ টেনে এনেও তাকে কটাক্ষ করতে ছাড়েননি অনেকে। I absolutely love A R Rahmans music. But whenever i see his dear daughter, i feel suffocated. It is really depressing to learn that even educated women in a cultural family can get brainwashed very easily! pic.twitter.com/73WoX0Q0n9 taslima nasreen (@taslimanasreen) February 11, 2020 এন এইচ, ১৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SpFcEr
February 14, 2020 at 05:33AM
14 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top