মুম্বাই, ২১ ফেব্রুয়ারি - রানাঘাট স্টেশনের ভবঘুরে জীবন থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠেছিলেন রানু মণ্ডল। তার উপর হিমেশ রেশমিয়ার সুরে প্লে-ব্যক করে রানু হয়ে গিয়েছেন তারকা। বিভিন্ন গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন রানু। তবে নানা বিতর্ক ও সমালোচনার মুখোমুখি হয়ে সবার কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছেন তিনি। সেই রানু আবারও নতুন গান গেয়ে সবার দৃষ্টি কেড়ে নিলেন। এবার তার গলায় শোনা গেল বাংলা গান। রানু মণ্ডল গাইলেন বহুল জনপ্রিয় আমার দুচোখে চোখ রেখে দেখো/ বাজে কি বাজে না মনোবীণা গানটি। মূল গানটি গেয়েছিলেন উপমহাদেশের সংগীত সুপারস্টার লতা মঙ্গেশকর। সুর সম্রাজ্ঞীর গাওয়া এই গান নিজের মতো করে গাইলেন রানু। একটি সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার করা হয়েছে রানুর গাওয়া এই গান। রানাঘাট স্টেশন এক প্যার কা নগমা গেয়ে ভাইরাল হন রানু মণ্ডল। সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার পর প্রথমে মুম্বাইয়ের একটি রিয়েলিটি শোয়ে হাজির হন তিনি। এরপর সেখান থেকে সোজা হিমেশ রেশমিয়ার স্টুডিয়োতে গিয়ে পর পর দুটি গান রেকর্ড করান রানু মণ্ডল। তবে শুধু হিন্দি গানই নয়, গত বছর পুজোর গানও রেকর্ড করেছিলেন রানু। দেখুন রানু মন্ডলের গাওয়া নতুন গান : এন এইচ, ২১ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38NnjoP
February 21, 2020 at 03:29AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন