ঢাকা, ২৫ ফেব্রুয়ারি - বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক এখন মুশফিকুর রহীম। (সোমবার) জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৩১৮ বলে ২০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ডানহাতি এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। ডাবল সেঞ্চুরির পাশাপাশি আরেকটি রেকর্ডও হয়েছে মুশফিকের। বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে তিনিই এখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ডাবল সেঞ্চুরির আগেই, ১৯৬তম রান নেয়ার সময় এ রেকর্ড নিজের করে নিয়েছেন মুশফিক। তবে ব্যাটিংয়ের সময় এটি জানাই ছিলো না তার। দিন শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, টেস্টে আমার যে সবচেয়ে বেশি রান হয়েছে, আমি এখনও জানি না। (হাসি নিয়ে) তামিম নিশ্চয়ই জানবে, ও এসব পরিসংখ্যান খুব মাথায় রাখে। তামিম আর আমার মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলে। এটা আমরা দুজনই খুব উপভোগ করি। ও অনেক কিছু অর্জন করেছে। সব পরিসংখ্যানেই আমাদের দলের সবচেয়ে বড় ব্যাটসম্যান তামিম। তামিমের চেয়ে এগিয়ে গেলেও মুশফিক চান, সতীর্থ তামিমও যেনো চলতে থাকে একই গতিতে। যাতে করে দুজনের মধ্যকার প্রতিযোগিতাটা পায় বাড়তি মাত্রা। তিনি বলেন, আমি চাই, সবচেয়ে বেশি রান করুক তামিম। সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমাটা তামিমেরই থাক, তবে আমি যেনো ওর চেয়ে এক রান হলেও বেশি করতে পারি (হাসি)। আমরা দুইজন দুইজনকে অনেক অনুপ্রাণিত করি। মাঠে কিংবা মাঠের বাইরে- দুজনই অনেক কথা বলি নিজেদের মধ্যে। নিজের কথা শেষ করার আগে মনের সুপ্ত একটা ইচ্ছের কথাও জানিয়ে দেন মুশফিক। তিনি বলেন, আমার একটা ইচ্ছা আছে। যেকোনোভাবে হোক, তামিমকে আমি বোলার হিসেবে একবার আউট করতে চাই (আবারও হাসি)। উল্লেখ্য, চলতি মাসেই বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে তিন ওভার বোলিং করেছিলেন মুশফিক। ডানহাতি অফস্পিনে কোনো উইকেট পাননি, খরচা করেছিলেন ১৭ রান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2unRMee
February 25, 2020 at 01:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top