সাতক্ষীরা, ১৭ ফেব্রুয়ারি - ২৬ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। বিয়ে করছেন খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজাকে। তবে বর্তমানে মেয়ের পরিবার থাকেন রাজধানী ডাকার গ্রীনরোডে। বিয়েকে সামনে রেখে পারিবারিকভাবে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের মাঝে বিতরণ করা হচ্ছে আমন্ত্রণপত্র। সেই আমন্ত্রণপত্রের কার্ডে সৌম্যের সঙ্গে তার হবু বৌয়ের জলছাপ ছবি জুড়ে দেয়া হয়েছে। রোববার সকাল থেকে আমন্ত্রণ পত্র বিতরণ শুরু করে সৌম্যর পরিবার। সৌম্য সরকারের হবু স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা ব্যবসায়ী গোপাল দেবনাথের মেয়ে। বাড়ি খুলনার হাজিবাগ রোডে। পূজা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। সৌম্য সরকারের বাবা সাতক্ষীরা জেলার সাবেক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার বলেন, খুলনা ক্লাব হলরুমে ২৬ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা বিয়ের জন্য আমন্ত্রণপত্র বিতরণ শুরু করেছি। এখনো অনেক কাজ বাকি রয়েছে। তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে (মন্টুমিয়ার বাগানবাড়ি) সন্ধ্যায় বৌ-ভাতের আয়োজন করা হয়েছে। সৌম্য সরকারের বিয়েতে উপস্থিতির জন্য আমন্ত্রণ জানাচ্ছেন সৌম্যের বাবা কিশোরী মোহন সরকার ও মা নমিতা সরকার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38BCRw6
February 17, 2020 at 02:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top