লাহোর, ০৭ ফেব্রুয়ারি - কয়েকদিন আগে ক্যারিয়ারে প্রথম ট্রিপল সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে রেকর্ড গড়া সেই ট্রিপল সেঞ্চুরির সুখস্মৃতি নিয়ে পাকিস্তান সফরে গেছেন এ বাঁ-হাতি ওপেনার। এবার আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি মাইলফলক হাতছাতি দিয়ে ডাকছে ৩০ বছর বয়সী ব্যাটসম্যানকে। আর মাত্র ৬৪ রান করলেই বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম। ১২৯৩৬ রান নিয়ে পাকিস্তান সফরে গেছেন তিনি। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে এখন পযর্ন্ত ১২৮৭৯ রান করেছেন তামিম। তার মধ্যে বিশ্ব একাদশের হয়ে ৪ টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৫৭ রান। তামিম হয়তো শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে এই মাইলফলক গড়তে পারেন। সেই সঙ্গে দীর্ঘদিন পর আরেকটি অপেক্ষার ইতি টানবেন তিনি। বাংলাদেশের ড্যাশিং ওপেনার নিজের শেষ টেস্ট খেলেছিলেন গত বছর ০৮ মার্চ, নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রায় এক বছরের কাছাকাছি সময়ের পর আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন তামিম। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৭ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SvZRWy
February 07, 2020 at 05:30AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন