মুম্বাই, ২৮ ফেব্রুয়ারি - একুশ বছর আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল। নিশা ও যুগ নামের তাদের ঘরে দুটি সন্তানও রয়েছে। তবে এক সময় তাদের এই অটুট সম্পর্কে ফাটলের গুঞ্জনও শোনা গিয়েছিল। সোমবার এই দম্পতির ২১তম বিবাহবার্ষিকীতেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে অজয় দেবগনের একসময়ের বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন। খবরে জানা গেছে, চলচ্চিত্রে পা রাখার পর ক্যারিয়ারের মধ্যগগনে অজয় দেবগনকে বিয়ে করেন কাজল। সিনেমা-সংসার দুটোই একসঙ্গে সামলাচ্ছিলেন বলিউডের মিষ্টিকন্যাখ্যাত কাজল। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অজয় দেবগনের সঙ্গে কাজলের বিয়ে হয়। খবর অনুসারে, কাজলই নাকি একবার অজয়ের সংসার ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন। ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই ছবির শুটিংয়ের সময় নাকি কঙ্গনা রনৌতের সঙ্গে সখ্য গড়ে ওঠে অজয়ের। শুটিং ফ্লোরে তাদের সম্পর্কের রসায়ন নিয়েও শুরু হয় গল্প-কাহিনী। গুঞ্জন ছড়ায়, ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই-এর পর তেজ ও রাস্কেলস ছবিতেও নাকি কঙ্গনাকে নিতে পরিচালকদের জোর করতে শুরু করেন অজয়। তখন কঙ্গনার সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে চলে আসলে ক্ষেপে যান কাজল। কো-আর্টিস্টের সঙ্গে অজয় সম্পর্ক ছেদ না করলে সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন এই অভিনেত্রী। এর পরেই নাকি কঙ্গনার সঙ্গে দূরত্ব তৈরি করেন অজয়। শোনা যায়, ওই সময় কঙ্গনার সঙ্গেও নাকি কোন্দলেও জড়িয়ে পড়েন কাজল। এন এইচ, ২৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VprRy2
February 28, 2020 at 04:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top