ইসলামাবাদ, ০৮ ফেব্রুয়ারি- পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পিসিবি। এজন্য তোড়জোড়ের শেষ নেই তাদের। তবে দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে কোনো নজর নেই। পরিপ্রেক্ষিতে পাক ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন কিংবদন্তি ক্রিকেটার ইউনুস খান। গেল শুক্রবার করাচিতে এক ইভেন্টের আয়োজন করে এনইডি ইউনিভার্সিটি। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইউনুস খান বলেন,পাকিস্তানের ক্রিকেটীয় অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। কিন্তু এজন্য কী করতে হবে-এ নিয়ে পিসিবির কোনো রোডম্যাপ নেই। নতুন প্রজন্মকে নিরাপত্তা দিতে হবে। তাদের আত্মবিশ্বাস অর্জনের জন্য কাজ করতে হবে। যেন তারা আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ১০ উইকেটে হেরেছে পাক যুবারা। এটা অত্যন্ত হতাশাজনক। ৪৫ বছর বয়সী সাবেক পাক ক্রিকেটার মনে করেন, ভারতীয় তরুণরা আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। তাদের মাঝে পরিপক্কতা দেখা গেছে। তিনি বলেন, পাকিস্তানের জুনিয়র ক্রিকেটারদের উন্নত প্রশিক্ষণ দিতে হবে। যেন তারা মানসিকভাবে চাঙ্গা থাকে। শুধু দক্ষতা উন্নয়নের দিকে দৃষ্টি দিলে হবে না। তাদের বিদেশে বেশি খেলার সুযোগ দিতে হবে। ভারতের ছোটরা সফল হয়েছে আত্মবিশ্বাসের জোরেই। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/০৮ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UzfizD
February 08, 2020 at 09:58AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন