ঢাকা, ১২ ফেব্রুয়ারি - দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রোববার রাতে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের রঙিনতম অধ্যায়টি লিখেছেন আকবর আলীরা। ফেভারিট ভারতকে হারিয়ে বাংলাদেশের যুবারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর থেকেই উৎসবের রেণু উড়ছে গোটা দেশে। রোববার রাত থেকেই দেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাজ সাজ রব। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয় যেন এখন বিয়েবাড়ি! যুবাদের বিশ্বকাপ জয়ের হিরণ্ময় সব মুহূর্ত নিয়ে বানানো বিশাল ব্যানার ঝুলছে প্রধান ফটকে। সঙ্গে চোখধাঁধানো আলোকসজ্জা। এসবই বিশ্বজয়ী বীরদের বরণ করে নেয়ার প্রস্তুতি। স্বপ্নের বিশ্বকাপ ট্রফি নিয়ে আজ দেশে ফিরছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগের সূচি অনুযায়ী বাংলার বীরদের দেশে ফেরার কথা ছিল আজ সকাল সাড়ে আটটায়। ফ্লাইট পরিবর্তন হওয়ায় এখন তারা দেশের মাটিতে পা রাখবেন বিকাল ৫টার দিকে। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরবেন আকবর আলীরা। বিমানবন্দরে বিসিবির বিশাল বহর উপস্থিত থাকবে। সেখানেই ছোটখাটো একটা সংবর্ধনা দেয়া হবে ক্রিকেটারদের। পরবর্তী সময়ে আকবর আলীদের কী উপহার দেয়া হবে বা কীভাবে সংবর্ধনা দেয়া হবে, সেটা জানিয়ে দেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আকবর আলীদের দেশে ফেরা নিয়ে কাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরৗ সুজন বলেন, অনেকদিন ধরে ছেলেগুলো দেশের বাইরে ছিল, সবকিছু বিবেচনা করে আমরা যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে কিছু আয়োজন রাখছি। বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়ে তাদের বোর্ডে নিয়ে আসা হবে। এরপর যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের কাছে পাঠানো হবে। রাতেই অনেকে বাড়ি চলে যাবে। ঘরে ফিরতে যুবাদেরও আর তর সইছে না। পণ করেছিলেন বিশ্বকাপ জিতেই তারা উৎসব করবেন। ফাইনালে ফেভারিট ভারতের বিপক্ষে তিন উইকেটের জয়ে স্বপ্নপূরণ হয়েছে বাংলাদেশের। এবার দেশে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলার সময়। পচেফস্টুম শহরটা অনেক কিছু দিয়েছে বাংলাদেশকে। সেই শহরের মায়া ত্যাগ করে দেশে ফিরছে দল। দেশে ফিরেই আবার নিজেদের বাড়িতে চলে যাবেন ক্রিকেটাররা। এরমধ্যে সবচেয়ে বেশি ছটফট করছেন অধিনায়ক আকবর আলী। নিজের বড় বোনের আদুরে মুখটা আর দেখতে পাবেন না তিনি। রংপুরে ফিরে আগে বোনের কবর জিয়ারত করবেন। কাল টেলিফোনে যুব দলের ম্যানেজার কাওসার আহমেদ বলেন, ঘরে ফেরার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছে। অনেকদিন তারা দেশ ছেড়েছে। এমন সাফল্যের পর দেশের সবার সামনে হাজির হতে চায় তারা। এরইমধ্যে সরকারের কাছে ক্রিকেটারদের বড় ধরনের উপহার দেয়ার প্রস্তাব তোলা হয়েছে। সরকার থেকে বড় ধরনের সংবর্ধনার পরিকল্পনাও আছে। সবার সঙ্গে আলোচনা করেই বিসিবি নিজেদের পুরস্কার ঘোষণা করবে। সম্ভাবনাময় এসব প্রতিভাকে হারাতে না দেয়ার পরিকল্পনাও নিয়েছে বিসিবি। হাইপারফরম্যান্সের পাশাপাশি আলাদা একটি অনুশীলন ক্যাম্প করা হবে তাদের জন্য। এদিকে এমন উৎসবমুখর সময়ে বাংলাদেশ যুব দলের তিন ক্রিকেটার কাল একটি দুঃসংবাদ পেয়েছেন। ফাইনাল শেষে মাঠে দুদলের ধাক্কাধাক্কির ঘটনায় বেশ কঠিন শাস্তিই পেয়েছেন বাংলাদেশের তিন ও ভারতের দুই ক্রিকেটার। ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাব্রয় শাস্তি হিসেবে বাংলাদেশের তৌহিদ হৃদয়, শামীম হোসেন ও রকিবুল হাসান এবং ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণুর নামে বরাদ্দ করেছেন বিভিন্ন মাত্রার সাসপেনশন পয়েন্ট। ফলে আগামী বেশ কিছু ম্যাচ তারা খেলতে পারবেন না। এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে জাতীয় দল, এ দল ও অনূর্ধ্ব-১৯ দলের আইসিসি স্বীকৃত ম্যাচগুলো। সূত্র : যুগান্তর এন এইচ, ১২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37pLt7G
February 12, 2020 at 04:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top