নীলফামারী, ১৩ ফেব্রুয়ারি - গত তিন দিন দেশের খেলাধুলার প্রধান আলোচনা যুব ক্রিকেটারদের বিশ্বকাপ জয়। ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম কোনো খেলায় বিশ্বচ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তারপর থেকে মানুষের মুখেমুখে আকবর, ইমন, জয়দের নাম।আজ (বুধবার) বিকেল বিশ্বকাপের ট্রফি নিয়ে জুনিয়র টাইগাররা দেশে ফিরলে তাদের বরণ করতে হুলুস্থল পড়ে যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। গলায় ফুলের মালা দিয়ে বীর ক্রিকেটারদের অভ্যার্থনা জানানো হয় দেশের মাটিতে। সব শ্রেণীর মানুষের মধ্যেই চলছে ক্রিকেট উম্মাদনা। এ সময় যেন অন্য খেলা আলোচনাই নেই। এমন কি টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যে শোচনীয়ভাবে হেরে এসেছে পাকিস্তানের কাছে তা নিয়েও নয়। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের সাফল্যে চাপা পড়েছে বাকি সব। ক্রিকেটারদের বিশ্বজয়ের উম্মাদনার মধ্যেই আগামীকাল মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় ও মর্যাদার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর। এবারের লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেন্যু। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ভেন্যুতে হবে এবারের আসর। রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়াও ঢাকার বাইরে আরো ৬ ভেন্যুতে এবার পা পড়বে দেশের সেরা ফুটবলারদের। গত মৌসুমের তিনটি ট্রফির দুটি নিয়েছিল বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপ নবাগতরা জিতলেও মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে হেরেছিল আবাহনীর কাছে। এবার ফেডারেশন কাপ জিতেই মৌসুম শুরু করেছে বসুন্ধরা কিংস। তাদের লক্ষ্য তিনটি ট্রফিই ঘরে তোলা। সে লক্ষ্যে এবার আরো শক্তি নিয়ে মাঠে নামছে ঘরোয়া ফুটবলের নতুন পরাশক্তিরা। ট্রফিতে চোখ রেখেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগের মিশন শুরু করছে উদ্বোধনী দিনে। হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে চ্যাম্পিয়নরা তাদের প্রথম ম্যাচ খেলবে পূণরায় প্রিমিয়ারে ফিরে আসা উত্তর বারিধারা ক্লাবের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে বিকেল সোয়া ৩ টায়। লিগ শুরুর দিনে মাঠে নামছে আরো চারটি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে এবং সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। প্রিমিয়ার লিগের ভেন্যুর তালিকায় এবার নতুন যোগ হয়েছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম। প্রিমিয়ার লিগ নতুন এই ভেন্যুটি পেয়েছে মোহামেডানের কল্যাণে। এখনো প্রিমিয়ার লিগের শিরোপা জিততে না পারা সাদাকালোরা এই প্রথম ঢাকার বাইরে ভেন্যু করেছে। তবে গত লিগের ভেন্যু থেকে বাদ পড়েছে নোয়াখালী স্টেডিয়াম। দুই আসর পর আবার প্রিমিয়ার লিগের খেলা হবে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HgqMjK
February 13, 2020 at 03:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top