ঢাকা, ১৯ ফেব্রুয়ারি - বঙ্গবন্ধু গোল্ডকাপের পরই ছুটি নিয়ে লন্ডন গিয়েছিলেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর আগেই ফিরে এসে খেলা দেখার কথা ছিল; কিন্তু ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ায় এবং বাংলাদেশের ভিসার মেয়াদ শেষ হওয়ায় নতুন ভিসা নেয়ার কারণে ঢাকায় ফিরতে বিলম্ব তার। গত ১৩ ফেব্রুয়ারি মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। লিগের দুই রাউন্ড শেষ হওয়ার পর খেলা দেখা শুরু করবেন কোচ। তিনি ঢাকায় ফিরবেন বৃহস্পতিবার সকালে। (মঙ্গলবার) রাতে লন্ডন থেকে জেমি ডে জানিয়েছেন, আমি বুধবার ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়ছি। বৃহস্পতিবার সকালে পৌঁছাবো। আগামী ২৬ মার্চ সিলেটে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের জন্য জেমি ডে জাতীয় দলের ক্যাম্প শুরু করবেন ১৫ মার্চ। তার আগে ম্যাচ দেখে ফুটবলারদের পারফরম্যান্স পরখ করবেন কোচ। আমি ঢাকায় ফিরে প্রিমিয়ার লিগের ম্যাচ দেখবো। যদি ব্যতিক্রম কেউ আমার চোখে পড়ে তাকে ডাকবো। জাতীয় দলের কয়েকজন খেলার সুযোগ পাচ্ছেন না অথবা কেউ কেউ চোটগ্রস্থ। তাই সব ধরনের সুযোগ রাখা দরকার- বলছিলেন জেমি ডে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি সিলেটে হবে বলে কোচ সেখানেই কয়েকদিন ক্যাম্প করতে চান। আমি বাফুফেকে জানিয়েছি। যদি সিলেটে অনুশীলনের যথাযথ সুযোগ-সুবিধা থাকে তাহলে সেখানেই ক্যাম্প হবে ম্যাচের আগে। আসি, তারপর দেখি কি হয়- বলেন জেমি ডে। জাতীয় দলের ক্যাম্প কি ঢাকায় হবে? নাকি সিলেটে? প্রশ্ন করলে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেছেন, ম্যাচ যেহেতু সিলেটে তাই আমরা চাই সেখানেই ক্যাম্প হোক। কোচ বৃহস্পতিবার ভোরে আসছেন। তিনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। সিলেটেও অনুশীলনের ভালো সুযোগ আছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৯ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2P5NKP4
February 19, 2020 at 01:30AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন