লাহোর, ০৭ ফেব্রুয়ারি - প্রায় দুই দশকের টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল খেলেছে মাত্র ১০টি ম্যাচ। আর যদি হিসেব করা পাকিস্তানের মাটিতে গিয়ে টেস্ট খেলার কথা, তাহলে সংখ্যাটি নেমে আসবে তিনে। সেই তিনটি ম্যাচই আবার এক সফরে। ২০০৩ সালে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে স্বরণীয় সফরে তিন টেস্ট খেলেছিল বাংলাদেশ। অর্থাৎ গত ১৭ বছরে একবারও পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেনি টাইগাররা। অবশেষে ঘটলো এ দীর্ঘ বিরতির অবসান। প্রায় ১৭ বছর পর ফের পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল।রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি। দুই দলের মুখোমুখি দ্বৈরথে একক আধিপত্য পাকিস্তানের। দশ ম্যাচের মধ্যে নয়টিতেই জিতেছে পাকিস্তান। ২০১৫ সালে খুলনায় তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ডগড়া জুটিতে একমাত্র ড্র পায় বাংলাদেশ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৭ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GYevAt
February 07, 2020 at 05:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন