এক ম্যাচ পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে চরম উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকো ম্যাচ। তার আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে। এ দুই কঠিন ম্যাচের আগে বড়সড় এক ধাক্কাই খেলো জিনেদিন জিদানের শিষ্যরা। স্প্যানিশ লা লিগায় লেভান্তের কাছে তারা হেরে গিয়েছে ০-১ গোলের ব্যবধানে। যা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়েছে স্পেনের রাজধানী শহরের দলটিকে। অথচ ম্যাচের সকল পরিসংখ্যানই ছিলো রিয়ালের পক্ষে। পুরো ম্যাচে ৬৩ ভাগ সময় বল নিজেদের দখলেই রেখেছিলেন বেনজেমা, ক্যাসেমিরোরা। এমনকি প্রতিপক্ষের জালে মোট ১৯টি শটও করেছিলো তারা। কিন্তু কাজের কাজ গোল হয়নি একটিও। খেলার ধারার বিপরীতে ম্যাচের ৭৯ মিনিটে একমাত্র গোলটি করেন লেভান্তের মিডফিল্ডার হোসে লুইস মোরালেস। সতীর্থের পাঠানো বল নিয়ন্ত্রণে না নিয়ে প্রথম শটেই জালের ঠিকানায় পাঠিয়ে দেন তিনি। এই এক গোলের সুবাদেই জয় পেয়ে যায় লেভান্তে। টানা পাঁচ ম্যাচ জেতার পর এই এক পরাজয় বেশ পিছিয়ে দিয়েছে রিয়ালকে। কেননা দিনের আগের ম্যাচে এইবারের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জিতেছিল বার্সেলোনা। যা তাদের বসিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। লিগের ২৫ ম্যাচ শেষে ১৫ জয় ও ৮ ড্রতে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১৭ জয় ও ৪ ড্রতে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38QtgkV
February 23, 2020 at 04:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top