ঢাকা, ০৬ ফেব্রুয়ারি- দুই বাংলার জনপ্রিয় দুই মুখ নিরব হোসেন ও প্রিয়াঙ্কা সরকার। তারা জুটি বেঁধে অভিনয় করেছেন হৃদয় জুড়ে সিনেমায়। রফিক শিকদার পরিচালিত এ ছবির টিজার সম্প্রতি প্রশংসিত হয়েছে দর্শক মহলে। এবার প্রকাশ হলো এর টাইটেল গান। বুধবার বিকেলে লাইভ টেকনোলিজসের ইউটিউবে এটি ছাড়া হয়। রবিউল ইসলাম জীবনের কথায় গানটি গেয়েছেন ইমরান ও বৃষ্টি। সুর করেছেন ইমরান। কোরিওগ্রাফি করেছেন ভারতের পঙ্কজ। রোমান্টিক মুডের এই গানে রোমান্সে মেতে উঠতে দেখা গেছে দুই বাংলার দুই তারকাকে। মনোরম সব লোকেশনে প্রেমের কথামালায় ঠোঁট মিলিয়েছেন তারা দুজনে। হৃদয় জুড়ের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিরব ও কলকাতার প্রিয়াঙ্কা। এখানে আরও আছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন ও যুবরাজ। রফিক শিকদার ২০১৭ সালের মার্চে শুটিং শুরু করেছিলেন হৃদয় জুড়ে ছবির। কিন্তু নায়িকাকে পরিচালক প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়েছেন এমন অভিযোগের বিচার-সালিশেই শুটিং আটকে থাকে প্রায় বছর খানেক। এরপর আবার পরিচালকের মা এবং ছবিটির একজন অভিনেতা অসুস্থ ছিলেন। সব জটিলতা কাটিয়ে গত বছরের মাঝামাঝি ছবির শুটিং শেষ করেন শিকদার। হৃদয় জুড়ে প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। এ মাসেই ছবিটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক রফিক শিকদার। আর/০৮:১৪/০৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Owpl4B
February 06, 2020 at 09:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top