নয়া দিল্লী, ০৪ ফেব্রুয়ারি- ক্রিকেট মাঠে নায়ক ছিলেন তিনি। নিজের দিনে কেড়ে নিতেন সব আলো। এবার সিনেপর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তার। সেখানে কী পারবেন দ্যুতি ছড়াতে? যদিও সবকিছু সময়ের ওপর নির্ভর করছে। তবে আপাতত তামিল চলচ্চিত্রে নাম লিখিয়ে লাইমলাইটে চলে এসেছেন এ ভারতীয় ডানহাতি অফস্পিনার হরভজন সিং। ফ্রেন্ডশিপ নামের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। প্রথম দর্শনেই যথেষ্ট সাড়া ফেলেছে পোস্টারটি। এই প্রথম কোনো ভারতীয় ক্রিকেটার সিনেমায় মুখ্য চরিত্রে (নায়ক) অভিনয় করতে যাচ্ছেন। স্বভাবতই ২০২০ সালে আকর্ষণীয় চমক পেতে চলেছেন সিনেপ্রেমীরা। পোস্টার রিলিজের মধ্য দিয়ে তা স্পষ্ট হয়ে গেছে। যদিও তাতে অন্য কোনো অভিনেতা-অভিনেত্রী, শিল্পী, কুলাকুশলীদের দেখা মেলেনি। তবে এ সিনেমার গল্প নিয়ে আপাতত কিছু জানা যায়নি। কিন্তু এর লিড রোলে রয়েছেন সবার প্রিয় ভাজ্জি। তাই ধারণা করা হচ্ছে, কাহিনি অবশ্যই মধুর হবে। হরভজন ভারতের জার্সিতে ১০৩ টেস্টে ৪১৭ উইকেট শিকার করেন। ২৩৬ ওয়ানডেতে ঝুলিতে ভরেন ২৬৯ উইকেট। আর ২৮ টি-টোয়েন্টিতে ২৫ উইকেট নেন টার্বুনেটরখ্যাত ক্রিকেটার। আর/০৮:১৪/০৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2v1R72h
February 04, 2020 at 09:45AM
04 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top