মুম্বাই, ০৩ ফেব্রুয়ারি - যতই দিন যাচ্ছে ওয়েব সিরিজের প্রতি ঝোঁক বাড়ছে দর্শকদের। তাই নাটক সিনেমার বাইরেও চাহিদা বাড়ছে ওয়েব সিরিজের। বলিউডের অনেক সনামধন্য নায়ক-নায়িকাদের পাওয়া গেছে ওয়েব সিরিজে। বিভিন্ন স্ট্রিমিংয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে তৈরি করা হচ্ছে ওয়েব সিরিজ। হাসির ও থ্রিলার ধর্মী ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে বেশি। পাশাপাশি কিছু কিছু ওয়েব সিরিজে থাকছে যৌনতার ছড়াছড়ি। তবে মানুষ সাধারণত তার যৌন জীবনকে লুকিয়ে রাখতেই পছন্দ করেন। অনেক সময় বড় কোনো সমস্যাতে পড়লেও কারো সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে চান না। যৌনতা নিয়ে কারো কাছে কোন প্রশ্ন করতেও লজ্জা পান বেশির ভাগ মানুষ। কিন্তু গোপনে ঠিকই পর্নসাইটের প্রতি আসক্ত হয়ে পড়েন কেউ। যুব সমাজের মধ্যেও প্রচুর ভুল ধারণা এই এই বিষয়টি নিয়ে। অশ্লীলতা নয়, যৌন জ্ঞান প্রচারের লক্ষ্যেই নির্মাণ করা হয়েছে বেশ কিছু ওয়েব সিরিজ। এমনই কয়েকটি ওয়েব সিরিজ নিয়ে এই প্রতিবেদন। নতুন প্রজন্মকে যৌনতা নিয়ে সঠিক ধারণা দিতে তৈরি হচ্ছে নানা সেক্স শো। যে শো দেখে সঠিক শিক্ষা গ্রহণ করে তাদের ভ্রান্ত ধারণা দূর হতে পারে। নেটফ্লিক্স এমনই বেশ কিছু শো প্রচার করে আসছে। এই সিরিজগুলোর মধ্যে আছে সেক্স এডুকেশন। যৌন হেনস্তা, যৌন অবসাদ, উত্তেজনা ইত্যাদি নানা বিষয় উঠে আসে নেটফ্লিক্সের এই অরিজিনাল সিরিজে। জানা গেছে, সেক্স এডুকেশন ওয়েভ সিরিজের দ্বিতীয় সিজনে যৌন জীবনের নানা ভাল-মন্দ দিক দেখানো হচ্ছে। আরও প্রচারিত হচ্ছে সেক্স, এক্সপ্লেইন্ড নামের আরও একটি ওয়েব সিরিজ। পাঁচ পর্বে এই সিরিজে যৌনতা নিয়ে নানা ভ্রান্ত ধারণা ভাঙার চেষ্টা করা হয়েছে। যৌন সুখ, জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি নানা বিষয় রয়েছে পর্বগুলিতে। যৌনতা নিয়ে আরও একটি ওয়েভ সিরিজের নাম হলো সেক্স চ্যাট উইথ পাপ্পু অ্যান্ড পাপা। জানা গেছে, যৌনতা নিয়ে যে প্রাথমিক প্রশ্নগুলি তরুণ-তরুণীদের মনে জাগে, এই ওয়েব সিরিজটিতে মজার ছলেই সেসবের উত্তর তুলে ধরা হচ্চে। যৌনতার খুঁটিনাটি তুলে ধরার কারণেই হয়তো ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আরও প্রচার হচ্ছে ফাক ইয়েস নামের একটি ওয়েব সিরিজ। স্বাস্থ্যকর কথোপকথনের মধ্যে দিয়েই যে যৌন জীবনে পরিপূর্ণতা আসে, সঙ্গমের আনন্দ দ্বিগুণ হয়, এই শো সেই বিষয়টিই তুলে ধরার চেষ্টা করে। আরও একটি শোয়ের নাম হলো ওয়ান্ডারলাস্ট। একটা বয়সের পর অনেকেই সঙ্গমে আগ্রহ হারিয়ে ফেলেন। যার কারণে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এই শো তাদের জন্য। কাপলদের মধ্যে মিলনের ইচ্ছে ফিরিয়ে আনাই উদ্দেশ্য নির্মাণ করা হয়েছে ওয়ান্ডারলাস্ট। এন এইচ, ০৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ueGSHM
February 03, 2020 at 12:24PM
03 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top