করাচী, ২২ ফেব্রুয়ারি - পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসরের উদ্বোধন হয়ে গেলো বৃহস্পতিবার। উদ্বোধনী দিনে করাচী ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেড। উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৩ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। গত আসরের চ্যাম্পিয়ন কোয়েটা। এবার জয় দিয়ে শুভ সূচনা করেছে তারা। ইসলামাবাদের ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালানের ঝড় থামিয়ে কোয়েটাকে জিতিয়েছেন আজম খান। ৩৩ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান আজম খান। ৫টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। ইসলামাবাদের ব্যাটসম্যান ডেভিড মালান খেলেছিলেন ৪০ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস। তিনিও ৫টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন। তবে শেষ পর্যন্ত জয় হলো আজম খানের কোয়েটারই। টস জিতে ইসলামাবাদকে ব্যাট করতে পাঠায় কোয়েটার অধিনায়ক সরফরাজ আহমেদ। ব্যাট করতে নেমে সাদাব খানের দল ইসলামাবাদ ১৯.১ ওভারে অলআউট হয়ে সংগ্রহ করেন ১৬৮ রান। ৬৪ রান করেন ডেভিড মালান। ২৩ রান করেন লুক রনকি এবং ২০ রান করেন ফাহিম আশরাফ। হোসাইন তালাত এবং আসিফ আলি- এই দুজনই করেন ১৯ রান করে। মোহাম্মদ হাসনাইন ২৫ রান দিয়ে নেন ৪ উইকেট। বেন কাটিং নেন ৩টি, সোহেল খান ২টি এবং মোহাম্মদ নওয়াজ (৩) নেন ১টি উইকেট। দুর্দান্ত বোলিং করার জন্য মোহাম্মদ হাসনাইন হলেন ম্যাচ সেরা। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে বসে কোয়েটাও। শুরুতে কিছুটা বেকায়দায় থাকলেও মিডল অর্ডারে আজম খানের ব্যাটে ভর করে জয় নিয়েই মাঠ ছাড়ে কোয়েটা। ২৩ রান করেন মোহাম্মদ নওয়াজ, ২২ রানে অপরাজিত থাকেন বেন কাটিং, ২১ রান করেন সরফরাজ আহমেদ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HH4mIK
February 22, 2020 at 02:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top