ঢাকা, ২৬ ফেব্রুয়ারি - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দুই ম্যাচের বিশেষ টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার এ সিরিজের ম্যাচ দুইটি হওয়ার কথা রয়েছে আগামী ২১ ও ২২ মার্চ। তবে তার আগে জানা দরকার, কারা খেলবেন এ দুই ম্যাচে। মুজিববর্ষ উদযাপনে আয়োজিত এ বিশেষ সিরিজের এক মাসের কম বাকি থাকলেও, আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি দুই দলের স্কোয়াডের ব্যাপারে। অবশেষে এ বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জয়ের পর শেরে বাংলার গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে দেশের ক্রিকেটের নানা দিক নিয়ে কথা বলেছেন পাপন। যেখানে স্বাভাবিকভাবেই ছিলো মুজিববর্ষের বিশেষ সিরিজের কথাও। এ সিরিজে কারা খেলবেন জিজ্ঞেস করা হলে, সরাসরি দুই স্কোয়াডের সদস্যদের সবার নাম জানাননি। তবে ধারণা দিয়েছেন এশিয়া একাদশের ব্যাপারে এবং জানিয়েছেন বিশ্ব একাদশে খেলতে পারেন কারা। পাপন বলেন, এখানে যেটা হয়েছে, খেলা হবে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ। এশিয়াতে আমরা যেটা করেছি- ভারত থেকে চারটা নাম আমরা পেয়ে গিয়েছি, চুক্তি সাক্ষর হয়নি যদিও। চারজন হলো- রিশাভ পান্ত, কুলদ্বীপ যাদভ, শিখর ধাওয়ান এবং মোহাম্মদ শামি। আর লোকেশ রাহুলও বলছে এক ম্যাচ খেলবে। একটা ম্যাচ কোহলি, একটা ম্যাচ লোকেশ রাহুল- এধরনের কথাবার্তা হচ্ছে। এখন পর্যন্ত এটা ফাইনাল হয়নি, তবে কেউ না কেউ খেলবে (কোহলি ও রাহুলের মধ্যে)। একটা ম্যাচ রাহুল খেলবে এটা বলেছে আমাদের। এশিয়া একাদশের স্কোয়াডে আফগানিস্তান ও নেপাল থেকেও ক্রিকেটার নেয়া হবে বলে জানান বিসিবি সভাপতি। তবে পিএসএলের কারণে খেলা হবে না পাকিস্তানের কোনো ক্রিকেটারের। বিসিবি সভাপতির ভাষ্যে, আমরা চিন্তা করছি আফগানিস্তান থেকে রাশিদ খান, মুজিব উর রহমান- এই দুজনকে নিয়ে কথা বলেছি। মোটামুটি ফাইনাল হয়েছে। নেপাল থেকে সন্দীপ লামিচানে, তার সাথে কথা হচ্ছে। শ্রীলঙ্কা থেকে আমি যতদূর জানি লাসিথ মালিঙ্গা ও পেরেরার সঙ্গে চূড়ান্ত হয়েছে কথাবার্তা। এ তো গেলো এশিয়ার বিদেশি খেলোয়াড়দের কথা। তাহলে বাংলাদেশ থেকে এশিয়া একাদশে খেলবেন কারা? এ দলে আগে থেকেই নিশ্চিত ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোস্তাফিজুর রহমান। আজ নতুন করে লিটন দাসের নাম জানালেন বিসিবি বিগ বস। তিনি বলেন, বাংলাদেশ থেকে আমরা ঠিক করেছি- যেহেতু দুইটি ম্যাচ আছে। যদি এক ম্যাচে বেশি প্লেয়ারকে খেলাতে নাও পারি তাহলে পরের ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে খেলাবো। তামিম, মুশফিক তো কনফার্ম। এই ব্যাপারে কোন সন্দেহ নেই। এছাড়াও দুইজন আছে- একজন হলো মাহমুদউল্লাহ, আরেকজন মুস্তাফিজ। আরেকটা প্লেয়ারের থাকা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে- লিটন কুমার দাস, ওর ব্যাপারেও কথা হয়েছে। কে ওপেন করবে না করবে, পজিশনের ওপর নির্ভর করবে আসলে। আমাদের সবচেয়ে ভালো প্লেয়ার যে খেলবেই তা না। ঐ জায়গায় হয়তো অন্যদের আরেকটু বেটার প্লেয়ার আছে। সবমিলিয়ে আমাদের ৪-৫ জন খেলবে এটা নিশ্চিত। কে খেলবে সেটা সবার সাথে কথা শেষে কোচ-টোচ মিলে ঠিক করবে। এসময় বিশ্ব একাদশের সব খেলোয়াড়ের নাম মনে না থাকায়, সেগুলো বলতে পারেননি পাপন। তবে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা থেকেই আসবেন সিংহভাগ ক্রিকেটার। এছাড়া ইংল্যান্ড-অস্ট্রেলিয়া থেকেও কয়েকজনকে আনার চেষ্টা করা হচ্ছে। পাপন বলেন, বিশ্ব একাদশের এতগুলা নাম বলতে পারব না। আমার দেখে দেখে বলতে হবে। দক্ষিণ আফ্রিকা থেকে ৩-৪ জন আসছে, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩-৪ জন আসছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ঐ সময় খেলা। তবুও বাইরে থাকা কারা আসতে পারে তা নিয়ে কথা হচ্ছে। ইংল্যান্ড থেকে জনি বেয়ারস্টো আসবে, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস আছে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল আছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SZXeha
February 26, 2020 at 03:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top