ঢাকা, ২৩ ফেব্রুয়ারি- দেশের ক্রিকেটের সকল মনোযোগ এখন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে একমাত্র টেস্টে লড়ছে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তবে কারও কারও চিন্তায় এখন এই টেস্টের পর হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পূণ্যভূমি সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজটির রয়েছে বাড়তি গুরুত্ব। কেননা এরই মধ্যে জানা গিয়েছে, অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজার শেষ এসাইনমেন্ট এটিই। এরপর তিনি জাতীয় দলের জন্য বিবেচিত হবেন শুধুই সাধারণ খেলোয়াড় হিসেবে। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কী করবে বাংলাদেশ দল, অধিনায়ক মাশরাফির পারফরম্যান্সই বা কেমন হবে?- তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। জানা গেছে, আজ (রোববার) টেস্টের দ্বিতীয় দিনেই ঘোষণা করে দেয়া হবে ওয়ানডে সিরিজের স্কোয়াড। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে নিশ্চিত করেছেন এ তথ্য। অধিনায়ক মাশরাফির এ শেষ সিরিজটি আবার হতে যাচ্ছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের প্রত্যাবর্তনী সিরিজ। প্রায় আট মাস পর ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন ২৩ বছর বয়সী সাইফউদ্দিন। ইংল্যান্ডের মাটিতে সবশেষ বিশ্বকাপের পর ওয়ানডে খেলেননি তিনি। যেতে পারেননি বিশ্বকাপের পরপর শ্রীলঙ্কা সফরে। তবে খেলেছিলেন ঘরের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। পিঠের ব্যথার কারণে বাদ পড়ে যান ভারত সফরের দল থেকেও। পরে ইনজুরির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপিএল এবং পাকিস্তান সফরেও যাওয়া হয়নি এ পেস বোলিং অলরাউন্ডারের। মিরপুরে চলতি টেস্টের আগেরদিন সাইফউদ্দিনের অভাব বোধ করার কথা জানিয়েছিলেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। সাইফউদ্দিন না থাকায় একজন বোলার কম নিয়েই খেলতে হচ্ছে বাংলাদেশকে। তবে ওয়ানডে সিরিজে সাইফউদ্দিনকে পাচ্ছে টাইগাররা, তা প্রায় নিশ্চিত। এদিকে শুধু সাইফউদ্দিন নয়, অধিনায়ক মাশরাফি নিজেও প্রায় ৮ মাস পর ফিরছেন দলে। ইংল্যান্ড বিশ্বকাপে তারা দুজন একসঙ্গেই খেলেছিলেন নিজেদের শেষ ওয়ানডে। মাশরাফি-সাইফ ফেরার সিরিজে দলে পাওয়া যেতে পারে ড্যাশিং ব্যাটসম্যান সৌম্য সরকারকেও। নিজের বিয়ের কারণে চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত ছুটি নিয়েছেন সৌম্য। ফলে আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের দলে দেখা যেতে পারে নব বিবাহিত সৌম্যকেও। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য ওয়ানডে স্কোয়াড মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম এবং রুবেল হোসেন। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৩ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PgPFjw
February 23, 2020 at 07:18AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন