অনুষ্ঠিত হয়ে গেল স্প্যানিশ ফুবলের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ড্র। তবে এই ড্রতে তিন জায়ান্ট দল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া নিজেদের এড়াতে পেরেছে। শেষ আটের ম্যাচগুলো একটি লেগে সম্পন্ন হবে। যেখানে ৪ থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। রিয়াল মাদ্রিদ ৬ ফেব্রুয়ারি ঘরের মাঠ স্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথেয়তা দেবে। তবে একই দিন অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান ম্যামেসে খেলতে যাবে বার্সেলোনা। এই দুদল ২০১৫ সালের আসরটির ফাইনালের স্মৃতি ফিরিয়ে আনবে। সেবার লিওনেল মেসির জোড়া গোলে বিলবাওকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। এদিকে ৪ ফেব্রুয়ারি গ্রানাদা নিজেদের মাঠ স্তাদিও নুয়েভো লস কারমেনেসে আমন্ত্রণ জানাবে ভ্যালেন্সিয়াকে। আর ৫ ফেব্রুয়ারি ভিয়ারিয়াল মিরান্দেসের বিপক্ষে তাদের মাঠ স্তাদিও মিউনিসিপাল দে আন্দুভে আতিথেয়তা নেবে। সূত্র : বাংলানিউজ এন এইচ, ০১ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UfzRAV
February 01, 2020 at 07:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন