ঢাকা, ০৫ ফেব্রুয়ারি- গত বছরের জুলাইয়ে বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। তবে জাতীয় দলের সঙ্গে বেশি কাজ করার সুযোগ হয়ে উঠেনি সেভাবে। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন বাঁহাতি স্পিনার। কিন্তু সাকিব আল হাসানের মতো বাঁহাতি নিষিদ্ধ থাকায় নিজ ঘরানার স্পিনারদের সঙ্গে সেভাবে কাজ করা হয়নি ভেট্টোরির। যে কয়দিন সুযোগ পেয়েছেন, বেশিরভাগ সময় কাটিয়েছেন অফস্পিনারদের সঙ্গেই। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাননি ভেট্টোরি। ফলে জাতীয় দল তার সার্ভিস পাচ্ছে না আপাতত। কিন্তু যোগ দেয়ার পর কদিন তো মিরাজ, নাইমদের নিয়ে কাজ করেছেন। সেখানে কতটা প্রভাব রাখতে পেরেছেন ভেট্টোরি। মিরাজ জানালেন, তার নিজের অভিজ্ঞতার কথা। জাতীয় দলের এই অলরাউন্ডার বলেন, ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে ভ্যারিয়েশন নিয়ে কাজ করেছি। আসলে ও দেখেছে ঘুরিয়ে-ফিরিয়ে কিভাবে করলে ভালো হয়। সোজা করলে ভালো হয় নাকি অ্যাঙ্গেল করলে ভালো হয়। আমাদের সঙ্গে ও তো বেশি দিন কাজ করেনি। কিন্তু যতদিন করেছে, দেখেছে কিভাবে করলে ভালো হয়। স্পিনাররা দেশের মাটিতে স্লো পিচে খারাপ করেন না। কিন্তু দেশের বাইরে বাউন্সি পেস সহায়ক পিচে গেলেই তাদের বারোটা বেজে যায়। অথচ খেলোয়াড়ি জীবনে নিউজিল্যান্ডের পেস সহায়ক পিচে বরাবরই ভালো করেছেন ভেট্টোরি। মিরাজ জানালেন, বিদেশে কিভাবে ভালো করা যায় সেটি নিয়েও কথা হয়েছে। তার ভাষায়, দেশের বাইরে যখন যাই, তখন কন্ডিশন অনেক সময় পক্ষে থাকে না। দেশের মাটিতে উইকেটে হেল্প থাকে, ওখানে থাকে না। আমি এটা নিয়ে কাজ করছি। যে কোচ আছে- সোহেল স্যার, ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গেও কথা বলেছি। আশা করি সামনে অবশ্যই ভালো হবে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৬ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39cEDDD
February 06, 2020 at 05:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন