নয়াদিল্লী, ২৯ ফেব্রুয়ারি- ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, এশিয়া কাপের পরবর্তী টুর্নামেন্ট আয়োজিত হবে দুবাইয়ে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের মুখোমুখি হবে বলেও জানিয়েছেন গাঙ্গুলী। এর আগে জানা গিয়েছিল, ২০২০ এশিয়া কাপ আয়োজনের ভার পেতে যাচ্ছে পাকিস্তান। কিন্তু বাদ সেধে বসে ভারত। পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হলে তাতে ভারত খেলবে না। দুটি দেশের উত্তপ্ত রাজনৈতিক সম্পর্কের কারণেই এমন মনোভাব দেখিয়েছিল ভারত। পরে পিসিবি চেয়ারম্যান এহসান মানির কণ্ঠেও ঝরেছে পাকিস্তানের এশিয়া কাপ আয়োজন থেকে সরে যাওয়ার সুর। তিনি বলেছিলেন, এশিয়া কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সবার মতামতকে গুরুত্ব দিয়েই। তখনই বোঝা গিয়েছিল, এশিয়া কাপের ভেন্যু নিয়ে ভারতের মতামতকে গুরুত্ব দিচ্ছে পিসিবি। এবার বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী সরাসরি বলে দিলেন, এশিয়া কাপ অনুষ্ঠিত হবে দুবাইয়ে এবং সেখানে ভারত ও পাকিস্তান খেলবে। ৩ মার্চ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক সামনে রেখে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার আগে ইডেন গার্ডেনসে আজ এ কথা বলেন গাঙ্গুলী। বিসিসিআইয়ের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলতে কোনো সমস্যা নেই যদি তা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়। ২০১২-১৩ মৌসুমের পর থেকে এ দুটি দেশের মধ্যে কোনো দ্বিপক্ষীয় সিরিজ দেখা যায়নি। সূত্র : প্রথম আলো এন কে / ২৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38cNqVc
February 29, 2020 at 05:50AM
29 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top