ঢাকা, ০৩ ফেব্রুয়ারি - পাকিস্তান সফরে দল গড়া ও সাজানো নিয়ে সে অর্থে তেমন বিতর্ক নেই। ক্রিকেটার নির্বাচন সম্পর্কে তেমন হই চই বা তীর্যক সমালোচনাও হয়নি তেমন। তবে ঘুরে ফিরে একটি কথাই উঠেছে, একজন দলে না থাকার বিষয়টিই হয়েছে আালোচিত। তিনি মোস্তাফিজুর রহমান। এ বাঁ-হাতি কাটার মাস্টার জায়গা পাননি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে। তিনি সপ্তাহ খানেক আগে লাহোরে দুই টি-টোয়েন্টি ম্যাচে সুবিধা করতে পারেননি। ম্যাচ ভাগ্য গড়ে দেয়া অলিক কল্পনা, পাকিস্তানিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এতটুকু সমীহ জাগাতেও পারেননি মোস্তাফিজ। দুই ম্যাচে ৭ ওভার বল করে রান দিয়েছেন (০/২৯ + ১/৪০) ৬৯। বোঝাই গেছে, ওই অনুজ্জ্বল ও নির্বিষ বোলিং দেখার পর থেকেই আসলে মোস্তাফিজের বিষয়ে উৎসাহ কমে গেছে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের। তবে শুধু ফর্ম ভাল নেই- তিনি উইকেট পাচ্ছেন না। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চিন্তার কারণ ও মাথা-ব্যাথা হয়ে দাড়াতে ব্যর্থ- সেগুলোই শেষ কথা নয়। আসলে টেস্ট খেলানোর আগে মোস্তাফিজকে নিয়ে আরও কিছু কাজ করতে চান কোচ রাসেল ডোমিঙ্গো। তার কথা শুনে মনে হলো, একদিনের সীমিত ওভারের ফরম্যাটে মোস্তাফিজকে অপরিহার্য্য মনে করলেও টাইগারদের হেড কোচের দৃষ্টিতে মোস্তাফিজ টেস্ট দলে ঠিক অপরিহার্য্য নয়। তার উপলব্ধি ও অনুভব, বাঁ-হাতি পেসার মোস্তাফিজকে লালবলে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলানোর আগে আরও ঘষে মেজে প্রস্তুত করতে হবে। মোস্তাফিজ সম্পর্কে তার মনোভাবটা আসলে এ রকম, বাঁ-হাতি মোস্তাফিজকে টেস্ট খেলানোর আগে আরও কৌশল নিয়ে কাজ কাজ করতে হবে। তারপর তাকে টেস্ট দলে নেয়ার প্রসঙ্গ। জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার এখন বিসিএলের প্রথম পর্ব খেলছেন। যা শেষ হবে আজ ৩ ফেব্রুয়ারি। ওদিকে আগামীকাল ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ৬টায় পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে মুমিনুল হকের বাহিনী। এদিকে পাকিস্তান সফরের আগে বিপিএলেরর এ পর্ব শেষ হবে আজ পড়ন্ত বিকেলে। তাই শেরেবাংলা স্টেডিয়ামের কনফারেন্স হলে প্রেসমিট হলেও বাংলাদেশের প্রচার মাধ্যমের সামনে সংবাদ সন্মেলনে আসা হয়নি অধিনায়ক মুমিনুল হকের। বলার অপেক্ষা রাখে না, আজ বিসিএলের প্রথম পর্বে চার দিনের ম্যাচের শেষ দিন, অধিনায়ক মুমিনুল ইস্ট জোনের হয়ে শেরে বাংলায় খেলছেন ওয়াল্টন মধ্যাঞ্চলের বিপক্ষে। তাই দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। মোস্তাফিজের বিষয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল নির্বাচন নিয়েও কথা বলেছেন। তার মূল্যায়ন, দল ভাল হয়েছে। সময়ের সম্ভাব্য সেরা পারফরমারদের দিয়েই সাজানো হয়েছে টেস্ট স্কোয়াড। সোমবার দুপুরে উপস্থিত মিডিয়ার সাথে দল সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে রাসেল ডোমিঙ্গো বলে ওঠেন, আমি দল দেখে বেশ সন্তুষ্ট ও খুশি। আমরা বেশ কজন ভাল মানের ব্যাটার্স পেয়েছি। দুজন কোয়ালিটি স্পিনারও আছে। এছাড়া দুই নবীন ও তরুণ নাজমুল শান্ত এবং সাইফ হাসানের জন্যও এ সিরিজ একটি বড় মঞ্চ। ও নিজেকে মেলে ধরার এক অনুকুল ক্ষেত্র। তাদের দুজনের সাথে মোহাম্মদ মিঠুনের কথাও উচ্চারিত হয়েছে হেড কোচের মুখে। মোস্তাফিজ প্রসঙ্গে হেড কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, আমি জানি মোস্তাফিজ এখন সাদা বলে একটু চাপে আছে। যদিও ওই সাদা বলে মোস্তাফিজ এখনো আমার দলের এক নম্বর বোলার। যার অভিজ্ঞতা প্রচুর। স্কিলেও ঘাটতি নেই। এবং বলার অপেক্ষা রাখে না, চাপের মুখে ভাল পারফরমও করে। নতুন বলেই হোক, কিংবা ডেথ ওভারে- যেখানেই বোলিং করানো হোক না কেন, মোস্তাফিজজের ফর্ম ওঠা-নামা করতেই পারে। কারণ কাজটা কঠিন। আমার পুরো বিশ্বাস আছে, সে (মোস্তাফিজ) ঠিক ফর্ম ফিরে পাবে এবং খুব ভালভাবেই ওয়ানডে আর টি-টোয়েন্টি দলে ফিরে আসবে। সীমিত ওভারের ক্রিকেটে কাটার-মাস্টারের ওপর অগাথ আস্থা থাকলেও টেস্টে মোস্তাফিজকে ঠিক এখনই চান না রাসেল ডোমিঙ্গো। তার ধারণা, এ বাঁ-হাতি কাটার মাস্টারকে টেস্টে খেলার আগে টেকনিক্যাল কিছু বিষয় ঠিক ঠাক করে নিতে হবে। তাই তো মুখে এমন কথা, টেস্টে মোস্তাফিজকে আরও কিছু কাজ করতে হবে। আমি দেখেছি চার্ল ল্যাঙাভেল্ট তাকে নিয়ে কাজ করেছে। এখন নতুন পেস বোলিং কোচ ওটিস গিবসনও মোস্তাফিজের সাথে কাজ করবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করে টাইগারদের হেড কোচ বলেন, ওটিস গিবসনও মোস্তাফিজকে নিয়ে কাজ করবেন। বিশেষ করে ডান হাতি ব্যাটসম্যানদের বিপক্ষে কোন জায়গায় ও কিভাবে বল করতে হবে, মোস্তাফিজের তা রপ্ত করার ব্যাপার আছে। কাটার মাস্টারের ব্যাপারে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচে শেষ কথা, খুব সিরিয়াসলি মোস্তাফিজকে টেস্ট দলে নিতে হলে কিংবা মোস্তাফিজের আবার টেস্ট দলে জায়গা পেতে কিছু টেকনিক্যাল বিষয়ে কাজ করতে হবে এবং সেটা খুব মন ও গুরুত্ব দিয়ে পালন করতে হবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3b5Wf5V
February 03, 2020 at 12:47PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন