মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি- বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার রায় বচ্চনের সম্পদের পরিমাণ কত তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রিপাবলিক ওয়ার্ল্ড। তবে সম্পদের পরিমাণের দিকে থেকে স্বামীর চেয়ে এগিয়ে রয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরী। ওই প্রতিবেদন বলছে, বচ্চন পরিবারের সন্তান অভিষেকের সম্পত্তির পরিমাণ ২০০ কোটি টাকা। আর বছরে আয় ২০ কোটি টাকা। অন্যদিকে ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ ২৫৮ কোটি টাকা। আর তার বার্ষিক আয় ১৫ কোটি টাকা। অভিষেকের রয়েছে Jaguar XJ, Mercedes Benz S500, Bentley CGT, Range Rover Vogue গাড়ি। বান্দ্রায় একটি বাড়িও রয়েছে অভিষেকের। অন্যদিকে ঐশ্বরিয়ার একটি Mercedes Benz S500 ও একটি Bentley CGT গাড়ি রয়েছে। দুবাইতে একটি বাড়ি রয়েছে। পাশাপাশি বান্দ্রায় একটি ফ্ল্যাটও রয়েছে তার। টাইমস নাউ-এর প্রতিবেদন অনুসারে ঐশ্বরিয়ার ৭০ লাখ টাকার একটি আংটিও রয়েছে। সব মিলিয়ে ঐশ্বরিয়া ও অভিষেকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা বলেই জানা গেছে। এদিকে অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার। যদিও জয়া বচ্চন দাবি করেছিলেন, তিনি ও তার স্বামীর মোট সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি টাকা। আর/০৮:১৪/১৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/327aLpV
February 17, 2020 at 08:04AM
17 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top