কলকাতা, ১৮ ফেব্রুয়ারি - অনেক দিন পর পুরো মাত্রায় রাজনৈতিক সিনেমা নির্মাণ করলেন পরিচালক রাজ চক্রবর্তী। সিনেমার নাম ধর্মযুদ্ধ। ধর্ম নিয়ে ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিই উঠে এসেছে এই সিনেমায়। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেইলারে তারই প্রমাণ পাওয়া গেল। ট্রেলার জুড়েই হিন্দু-মুসলিম বিভেদ, হিংসা সাম্প্রতিক সময়ের রাজনীতি এই সবকিছুকেই ধরতে চেয়েছেন পরিচালক। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র, সপ্তর্ষি মৌলিক এবং স্বাতীলেখা সেনগুপ্ত। থিয়েটারের অভিনেতা হিসেবেই পরিচিত মুখ সপ্তর্ষি। এর আগে তাকে সিরিয়াল বা জি বাংলা অরিজিনালসে দেখা গেলেও বড়পর্দায় এই প্রথম এবং প্রথমবারেই তার সহ-অভিনেত্রী শুভশ্রী। শুভশ্রী-সপ্তর্ষির জুটি যে জমজমাট কাজ করেছেন তা ট্রেলার দেখলেই বোঝা যাচ্ছে। পূজার আগেই মুক্তি পায় রাজ চক্রবর্তীর পরিণীতা। যে ছবি দিয়ে কামব্যাক করেছিলেন শুভশ্রী। বক্স অফিসেও ঝড় তোলে সেই ছবি। আর এবার ধর্মযুদ্ধ। এই ছবিও দর্শকের মন কাড়বে বলে মন্তব্য করেছে ট্রেইলারের নিচে মন্তব্যকারীরা। পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, তিনি দর্শককে ভালোবাসেন। দর্শককে বিনোদন দেওয়াই তার উদ্দেশ্য। তাই দর্শকের ভালোবাসায় তিনি আগে নজর দেন। এন এইচ, ১৮ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Pi4pz1
February 18, 2020 at 01:53AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন