ইসলামাবাদ, ২৯ ফেব্রুয়ারি - ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলো খেলার জন্যই রাইলি রুশো অসময়ে জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেছিলেন। ক্রিস গেইলের মত এখন বিশ্বব্যাপি টি-টোয়েন্টি লিগগুলো খেলে বেড়াচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান। যার ধারাবাহিকতায় এখন তিনি রয়েছেন পাকিস্তানে, পিএসএল খেলার জন্য। পিএসএলে রাইলি রুশো খেলছেন মুলতান সুলতানের হয়ে। আজ নিজেদের মাঠ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে রাইলি রুশোর দল মাঠে নেমেঠে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুলতান সুলতানের অধিনায়ক শান মাসুদ। রাইলি রুশোর সেঞ্চুরির ওপর ভর করে শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান। ব্যাট করতে নেমে শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও মিডল অর্ডারে রীতিমত টর্নেডো গতিতে জ্বলে ওঠে রাইলি রুশোর ব্যাট। মাত্র ৪৩ বলেই সেঞ্চুরি করে বসেন মুলতানের এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। যা চলতি পিএসএলের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে সেঞ্চুরি করেন কামরান আকমল (১০১)। তবে পিএসএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন রাইলি রুশোই। ৪৩ বলে সেঞ্চুরি করার পথে রাইলি রুশো বাউন্ডারির মার মারেন ১০ বার এবং ছক্কা মারেন ৬টি। ৭৬ রান আসে কেবল তার বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকেই। রাইলি রুশো ছাড়াও ৩২ বলে ৪৬ রান করেন শান মাসুদ। ২৪ বলে ২৯ রান করেন জেমস ভিন্স। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2T8ny8M
February 29, 2020 at 02:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top