মেলবোর্ন,১২ ফেব্রুয়ারি - ক্রিকেটে কত কিছুই না ঘটে। হয়তো যে বলটায় আউটই হওয়ার কথা না, সেই বলটাতেও দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে বসেন ব্যাটসম্যান। আবার হয়তো নিশ্চিত আউট থেকেও কপালগুণে বেঁচে যান কেউ। এমনই কপাল অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক মেগ ল্যানিংয়ের। মেলবোর্নে ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিশ্চিত এক রানআউট থেকে বেঁচে গেছেন তিনি, সেটাও আবার অদ্ভূতভাবে। এই ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলের ঘটনা। এমনভাবে বেঁচে গেলেন ল্যানিং, অবাক হয়ে তাকিয়ে রইলেন সবাই। ভারতের অরুন্ধতী রেড্ডির বল মিড অফে ঠেলেছিলেন ল্যানিং। শিখা পাণ্ডে বল ধরে ছুড়েছিলেন বোলারের প্রান্তের উইকেটে। কিন্তু তা গিয়ে লাগে স্টাম্পের নিচে মাইক্রোফোনের জন্য থাকা টিভি বক্সে। বক্স না থাকলে ওই থ্রো সরাসরি উইকেটেই লাগতো। কিন্তু তা ওই বক্সে লেগে ছিটকে যায় দূরে। নিশ্চিত রানআউট থেকে বেঁচে যান ল্যানিং। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১২ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bwWVBt
February 12, 2020 at 12:16PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন