ঢাকা, ২৩ ফেব্রুয়ারি - দীর্ঘদিন পর বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সিসিডিএম-এর সভায় আজ (রোববার) এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া গতবারের মত এবার আর টি-টোয়েন্টি লিগ দিয়ে শুরু হবে না ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথমে ২০ ওভারের খেলা নয়। আগে হবে হবে ৫০ ওভারের লিগ। লিগ শেষে তারপর হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেটি হবে ৬ দল নিয়ে। সভা শেষে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম জানালেন, সুপার লিগের ছয়টা দলকে নিয়ে হলেও এবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলাটা মাঠে গড়াবে। যাতে প্রত্যেকে ৫টা করে ম্যাচ খেলতে পারে, সেই ব্যবস্থা রাখছি। টি-টোয়েন্টি অনুশীলনটা হয়ে যাবে এতে। তবে যে ৬ দল সুপার লিগে খেলতে পারবেন না, তাদের মধ্য থেকেও খেলোয়াড় নেয়া যাবে জানালেন কাজী ইনাম। তিনি বলেন, যারা সুপার লিগে খেলতে পারবে না, ওই দল থেকে টপ ছয়টা দল তিনটা করে খেলোয়াড় নিতে পারবে। যদি তাদের দরকার হয়ে থাকে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Taiwau
February 23, 2020 at 01:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top