সিডনি, ২০ ফেব্রুয়ারি- অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে প্রস্তুতিতে আত্মবিশ্বাসের পারদ বাড়িয়ে নিল বাংলাদেশ নারী দল। পাকিস্তানকে হারিয়ে দিয়েছে তারা। ব্রিসবেনে অ্যালান বোর্ডার ফিল্ডে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তান নারী দলকে ৫ রানে হারায় সালমা খাতুনের দল। টস জিতে প্রথমে ব্যাটিং করে কুড়ি ওভারে ৮ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন। তার ৩৮ বলের ইনিংসে রয়েছে ছয়টি চারের মার। অন্যদের মধ্যে ২১ রান করেন ফারজানা হক। রিতু মনি অপরাজিত ১৪ ও নিগার সুলতানা ১৩ রান করেন। পাকিস্তানের বোলারদের মধ্যে আইমান আনোয়ার সর্বোচ্চ দুটি উইকেট নেন। জবাবে জাহানারা আলম, খাদিজাতুল কুবরা ও সালমাদের বোলিংয়ের সামনে দুই বল বাকি থাকতেই ১০৬ রানে গুঁড়িয়ে যায় পাকিস্তান। ৩৪ বলে সর্বোচ্চ ৪১ রান করেন জেভেরিয়া খান। ১৮ রান করেন আলিয়া রিয়াজ; নিদা দারের ব্যাট থেকে আসে ১৪ রান। বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। বাংলাদেশের বোলারদের মধ্যে ৩.৪ ওভার বোলিং করে ২২ রানে সর্বোচ্চ চারটি উইকেট নেন পেসার জাহানারা আলম। ১১ রানে তিন উইকেট নেন অফ স্পিনার খাদিজাতুল কুবরা। অধিনায়ক সালমা নেন দুটি উইকেট। একই ভেন্যুতে থাইল্যান্ড নারী দলের সঙ্গে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। টুর্নামেন্টের মূল পর্বে দুই গ্রুপে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বি গ্রুপে আছে ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৪ ফেব্রুয়ারি মূল পর্বের লড়াই শুরু হবে বাংলাদেশের মেয়েদের। নিজেদের প্রথম ম্যাচে পার্থে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। দ্বিতীয় ম্যাচে ২৬ ফেব্রুয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী দুইটি ম্যাচই হবে মেলবোর্নে, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, পান্না ঘোষ,জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি। আর/০৮:১৪/২০ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bSfiRD
February 20, 2020 at 06:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top