অনির্দিষ্ট সময়ের জন্য রহীম স্টার্লিংকে পাবে না ম্যানচেস্টার সিটি। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় কযেক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ইংলিশ ফরোয়ার্ডকে, জানিয়েছেন ইতিহাদের কোচ পেপ গার্দিওলা। গত রোববার (০২ ফেব্রুয়ারি) টটেনহামের বিপক্ষে ম্যাচে বাঁ-পায়ে চোট পান ২৫ বছর বয়সী তারকা। স্টার্লিংয়ের চোটের ব্যাপারে গার্দিওলা জানান, কয়েক সপ্তাহ সময় লাগবে। তবে কতদিন লাগবে তা জানি না। ২০১৯/২০ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির হয়ে ২৫ ম্যাচের মধ্যে ২৩ ম্যাচ খেলেছেন স্টার্লিং। ইতোমধ্যে চোটের অবস্থা নিরুপণের জন্য তার স্ক্যান করা হয়েছে। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে সিটিজেনরা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান ২২। সূত্র : বাংলানিউজ এন এইচ, ০৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2H4PW4M
February 09, 2020 at 04:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top