ঢাকা, ১১ ফেব্রুয়ারী - ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির প্রস্তাবে সাড়া দিয়েছিল বিসিবি। ভারতের বিপক্ষে সিরিজে শেষ টেস্টটি ছিল দিবা-রাত্রির। কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্ট ঐতিহাসিক টেস্টের তকমা পেলেও বাংলাদেশ দলের নাজেহাল অবস্থা ছিল। মুমিনুল হকের দল খড়-কুটোর মতো উড়ে যায় ভারতের সামনে। অমন বিভীষিকাময় অভিজ্ঞতা আছে বলেই কিনা এবার আর দিবারাত্রির ম্যাচ খেলার প্রস্তাবে সাড়া দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের ১ম টি শেষ হয়েছে। রাওয়ালপিন্ডিতে সেই ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিরতি দিয়ে এপ্রিলে ২য় টেস্ট খেলবে দুই দল। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সেই টেস্টটি গোলাপি বলে খেলতে চেয়েছিল পিসিবি। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান রবিবার গণমাধ্যমকে বলেন, বেশ কিছু দল এখন দিবারাত্রির টেস্ট খেলছে। পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফিরেছে। আমরা ক্রিকেটারদের সর্বোচ্চ এক্সপোজার দিতে চাই এবং গোলাপি বলে ম্যাচ খেলতে চাই। আমরা বিসিবিকে শেষ টেস্ট টি গোলাপি বলে খেলার জন্য প্রস্তাব দিয়েছি। আশা করছি তারা সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করবে। এমন প্রস্তাব এসেছিল জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, পিসিবি করাচি টেস্টটি দিবারাত্রি আয়োজনের কথা বলেছিল; কিন্তু আমরা তাদের সঙ্গে একমত হইনি। আমাদের টিম ম্যানেজমেন্ট দিবারাত্রির টেস্ট খেলতে চাইছে না বলে আমরা তাদের প্রস্তাবে না বলে দিয়েছি। আগামী ৩ এপ্রিল করাচিতে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডে খেলবে বাংলাদেশ, ৫ এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সুত্র : ঢাকাটাইমস এন এ/ ১১ ফেব্রুয়ারী
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37mTTN6
February 11, 2020 at 09:54AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন