ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চলতি মৌসুমে লিভারপুলকে থামানোর মতো যেনো কোনো দলই নেই। শক্তিশালী ম্যানচেস্টার সিটি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা জায়ান্ট কিলার হিসেবে পরিচিত ওয়েস্ট হ্যাম, নিউক্যাসল, এভারটন- লিভারপুলের সামনে কেউই হালে পানি পায় না। সবশেষ সোমবার রাতে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের কঠিন পরীক্ষাই নিয়েছে ওয়েস্ট হ্যাম। কিন্তু ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে অলরেডরা। লিগে বাকি থাকা ১১ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট অর্থাৎ চারটি জয় নিশ্চিত করতে পারলেই, ত্রিশ বছর পর ইপিএল চ্যাম্পিয়ন হবে তারা। নিজেদের ঘরের মাঠের ম্যাচটিতে প্রথমে গোল করেও ১-২ গোলে পিছিয়ে পড়েছিল লিভারপুল। তবে খেই না হারিয়ে নিজেদের স্বাভাবিক খেলা ধরে রেখে ঠিকই ৩-২ গোলের জয় নিয়ে ম্যাচ শেষ করেছেন মোহামেদ সালাহ, সাদিও মানেরা। ম্যাচের মাত্র ৯ মিনিটের সময় স্বাগতিকদের পক্ষে প্রথম গোলটি করেন জর্জিনিও উইজনাল্ডুম। বেশ নাটকীয়ভাবেই হয় গোলটি। ডি-বক্সের বাইরে থেকে নেয়া রবার্তো ফিরমিনোর শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে চলে যায় ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের কাছে। ডান দিক থেকে এই ইংলিশ ডিফেন্ডারের বাড়ানো ক্রস হেডে জালে জড়িয়ে দেন উইজনাল্ডুম। তবে এগিয়ে থাকার আনন্দ মাত্র ৩ মিনিট স্থায়ী হয় লিভারপুল, ১২ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরান ওয়েস্ট হ্যামের ইসা দিওপ। ম্যাচের প্রথমার্ধের হয়নি আর কোনো গোল। দ্বিতীয়ার্ধে ফিরে নবম মিনিটের মাথায় লিড নেয় ওয়েস্ট হ্যাম। এবার দলের পক্ষে গোল করেন বদলি হিসেবে নামা পাওলো ফরনালস। ঘরের মাঠে পিছিয়ে পড়ে আক্রমণের ধাঁর আরও বাড়িয়ে দেয় লিভারপুল। যার ফলও পায় হাতেনাতে। প্রথমে মোহামেদ সালাহ এনে দেন সমতাসূচক গোল, পরে ৮১ মিনিটের সময় দলকে জেতানোর গোলটি করেন সাদিও মানে। এ দুই তারকার গোলে চলতি লিগে টানা ১৮তম জয়টি তুলে নেয় লিভারপুল। লিগের ২৭ ম্যাচ শেষে ২৬ জয় ও ১ ড্রতে ৭৯ পয়েন্ট নিয়ে শিরোপা সম্ভাবনা আরও বাড়িয়েছে অলরেডরা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি সমান ম্যাচ খেলে ঝুলিতে পুরেছে ৫৭ পয়েন্ট। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vZ4C38
February 25, 2020 at 04:24AM
25 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top