ঢাকা, ০১ ফেব্রুয়ারি - আরও একবার গ্যারেথ বেলকে রিয়াল মাদ্রিদের স্কোয়াড থেকে সরিয়ে দিলেন কোচ জিনেদিন জিদান। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার গুরত্বপূর্ণ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ওয়েলস তারকার ওপর ভরসা রাখতে পারেননি এই ফ্রেঞ্চম্যান। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। জিদান রিয়ালের কোচ হয়ে দ্বিতীয় মেয়াদে ফিরে আসার পর বরাবরই বেলের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। ফলে নতুন বছর তারকা এ উইঙ্গার ঐতিহ্যবাহী দলটির হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। গেতাফে ও ইউনিওনিস্তাস দে সালামানকার বিপক্ষে খেলেছেন বেল। মাদ্রিদ ডার্বিতে ১৯ সদস্যের গ্যালাকটিকো দলে আরও সুযোগ পাননি রদ্রিগো গোয়েস, নাচো ফার্নান্দেস ও ব্রাহিম দিয়াস। যদিও রিয়ালের শেষ দুটি অনুশীলনে থাকলেও নিজেকে ফিট প্রমাণ করতে না পারায় খেলা হচ্ছে না তারকা মিডফিল্ডার এডেন হ্যাজার্ডের। এছাড়া মারিয়ানা দিয়াসও স্কোয়াডে নিজের নাম লেখাতে পারেননি। রিয়াল মাদ্রিদের ১৯ সদস্যের দল: গোলরক্ষক: থিবাও কোরতোয়া, আলফোন্স আরেওলা, দিয়েগো আলতিউব। রক্ষণভাগ: দানি কারভাহাল, এদার মিলিতাও, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, মার্সেলো, ফেরলান্দ মেন্ডি। মধ্যমভাগ: টনি ক্রুস, লুকা মদ্রিচ, কাসেমিরো, ফেদে ভালভার্দে, হামেস রদ্রিগেস, ইসকো। আক্রমণভাগ: করিম বেনজেমা, লুকাস ভাসকুয়েস, লুকা জোভিচ, ভিনিসিয়াস জুনিয়র। সূত্র : বাংলানিউজ এন এইচ, ০১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vxSt4T
February 01, 2020 at 07:35AM
01 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top