কলকাতা, ১৬ ফেব্রুয়ারি- গত লোকসভা নির্বাচনে বাংলায় নিজেদের মাটি শক্ত করেছিল বিজেপি। জেলার বিভিন্ন জায়গায় সংগঠনকে মজবুত করেছিল। কিন্তু সময় ঘুরতেই নিজেদের হারানো জমি ফের ফিরে পেয়েছে তৃণমূল। রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক পুরসভা, পঞ্চায়েত হাতছাড়া বিজেপি। এমনকি লোকসভা নির্বাচনের পর তৈরি হওয়া বিজেপির সংগঠনেও থাবা বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এবার পুরুলিয়ায়র মতো বিজেপির শক্ত ঘাঁটিতে বড়সড় ধস নামালো শাসকদল তৃণমূল। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি-সহ এক ঝাঁক বিক্ষুব্ধ নেতা-কর্মী তৃণমূলে যোগ দিলেন। সেই সঙ্গে জেলার নানা প্রান্তে থাকা পুরনো তৃণমূল কর্মীরাও দলের পতাকা হাতে তুলে নেন। সামনেই পুরভোট। এই অবস্থায় শাসকদলের সংগঠন আরও মজবুত হল বলে দাবি তৃণমূল নেতৃত্বের। যদিও ভয় দেখিয়ে নেতাদের তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছে বলে দাবি বিজেপির। দল ছাড়লেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ মাহাতো, জয়পুরের তিন বারের ফরওয়ার্ড ব্লক বিধায়ক (পরে বিজেপিতে যোগ দেন) বিন্দেশ্বর মাহাতো, গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী নগেন্দ্র ওঝা, গত লোকসভা ভোটে শিবসেনার প্রার্থী রাজীব মাহাতো, বিজেপির প্রাক্তন যুব মোর্চা ও তফসিলি মোর্চার জেলা সভাপতি পরেশ রজক, বিশ্ব হিন্দু পরিষদের জয়পুরের সম্পাদক টিঙ্কু সিংহ-সহ একাধিক নেতা এ দিন পুরুলিয়া রবীন্দ্রভবনে এসে তৃণমূলে যোগ দেন। দলে যোগ দেওয়া গেরুয়া শিবিরের ও দলের পুরনো কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলার পর্যবেক্ষক তথা মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা বরিষ্ঠ সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী শান্তিরাম মাহাতো জানিয়েছেন, বিভিন্ন সময়ে বিভ্রান্ত হয়ে অন্য দলে যোগ দিয়েছিলেন, তাঁরা মনে করছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের হাত শক্ত করা প্রয়োজন। তাঁরা যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমরাও সাদরে তাঁদের গ্রহণ করলাম। শুধু তাই নয়, আগামিদিনে বিজেপি ছেড়ে তৃণমূলে আরও নেতা-কর্মীরা আসবেন বলে আশা। নেতৃত্বের একাংশের দাবি, জেলাতে বিজেপি সংগঠন বলে কিছু নেই। যা তৈরি হয়েছিল সেটাও আর নেই। আগামিদিনে আরও নেতা-কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবে বলে আশা তৃণমূল নেতৃত্বের। ফের নিজের পুরানো দলে ফিরে এসে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ মাহাতো বলেন, দীর্ঘদিন ধরেই তৃণমূল করে এসেছি। কিন্তু সমস্যা হওয়াতে দল ছেড়েছিলাম। বিজেপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু সেখানে সম্মানে কাজ করতে পারছিলাম। আর সেই কারণেই ফের একবার তৃণমূলে ফিরে আসা বলে জানিয়েছেন তিনি। নিজের পুরানো দলে ফিরে স্বস্তি লাগছে বলে জানিয়েছেন বিকাশ মাহাতো। আর/০৮:১৪/১৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HvVy8y
February 16, 2020 at 06:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top