ঢাকা, ৯ ফেব্রুয়ারি- আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে স্বপ্নের ফাইনালে ওঠে আকবর আলীর দল। প্রথমবারের মতো আইসিসি কোনো ইভেন্টে এবং বিশ্বকাপের মতো কোনো আসরে ফাইনাল খেলছে বাংলাদেশ। তাই প্রত্যাশার পারদটা একটু ওপরেই থাকবে। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। ম্যাচ ঘিরে উৎকণ্ঠা চেপে ধরেছে টাইগার সমর্থকদের। সবচেয়ে বেশি উত্তেজনার ঝড় বইছে টাইগারদের পরিবারে। আজ খেলা দেখতে গাড়ি চালাবেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সেরা ব্যাটসম্যান শাহাদাত হোসেনের বড় ভাই আবুল হোসাইন। ভাড়ায় গাড়ি চালিয়ে সংসারের খরচ জোগান তিনি। একদিন গাড়ি না চালালে হিমশিম খেতে হয় তার। তবু ছোট ভাই ও বাংলাদেশ দলের খেলা দেখতে আজ গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন আবুল হোসেন। গণমাধ্যমকে আবুল হোসেন বলেছেন, শত সমস্যা থাকলেও আজ কাজে বাইরে যাব না। গাড়ির স্টিয়ারিং ধরব না। আজ শাহাদাতের খেলা দেখব। প্রতি মুহূর্তে বাংলাদেশ দলের জন্য দোয়া করব। শুধু আমি নই, আমার বোনও তার সংসার ফেলে এখানে চলে এসেছে। পরিবারের সবাই মিলে আয়োজন করে খেলা দেখব। খেলা বেলা ২টার দিকে শুরু হলেও উৎকণ্ঠায় আগেই সবাই বাড়িতে একত্রিত হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, অভাবের সঙ্গে যুদ্ধ করে এত দূর এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অন্যতম ব্যাটসম্যান শাহাদাত। ২০১০ সালে তার বাবা আবদুস সবুর ক্যান্সারে মারা গেলে বড় ভাই আবুল হোসাইনের ওপর সংসার চালানোর দায়িত্ব এসে পড়ে। তখন সেই তিনি ভাড়ায় গাড়ি চালাচ্ছেন। এই গাড়ি চালিয়েই ছোট ভাইকে ক্রিকেটের খুদে তারকায় পরিণত করেছেন। বড় ভাইয়ের অক্লান্ত শ্রমের মূল্য দিয়েছেন শাহাদাত। নিজেকে প্রতিষ্ঠা করেছেন টাইগার যুবাদের দলে। উল্লেখ্য, বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন শাহাদাত। পাকিস্তানের বিপক্ষে ১৬ রানে অপরাজিত থাকার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ৭৪ রানের অপরাজিত ইনিংস। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রানে অপরাজিত ছিলেন তিনি। শাহাদাতের এমন পারফম্যান্সে প্রচণ্ড খুশি তার ভাই আবুল হোসেন। আর/০৮:১৪/০৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uveAc7
February 09, 2020 at 08:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top