ঢাকা, ১৪ ফেব্রুয়ারি - বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী। (বৃহস্পতিবার) মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে এবং বাংলাদেশ নৌবাহিনী ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। বাংলাদেশ সেনাবাহিনীর মামুন মিয়া দুটি এবং একটি করে গোল করেছেন আহসান হাবিব ও হাসান যুবায়ের নিলয়। বাংলাদেশ বিমান বাহিনীর গোলদাতা সবুজ হোসেন, রকিবুল হাসান ও সবুজ। বাংলাদেশ নৌবাহিনীর বড় জয়ে জোড়া গোল করেছেন মাহবুব হোসেন। বাকি তিন গোল করেছেন রোমা সরকার, মইনুল ইসলাম কৌশিক ও আশরাফুল ইসলাম। টুর্নামেন্টে এই চারটি দলই অংশ নিচ্ছে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন টুর্নামেন্ট উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি ও টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, নির্বাহী সদস্য এবং টুর্ণামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OT4M2D
February 14, 2020 at 02:29AM
14 Feb 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top